যুক্তরাজ্যে বসবাসরত জলঢুপ গ্রামের প্রবাসীদের প্রথম সামাজিক ও সেবামূলক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গ্রামের বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।
গত ৭ ফেব্রুয়ারী বুধবার পূর্ব লন্ডনের একটি হলে সভা সভাপতিত্ব করেন ট্রাস্ট্রের সিনিয়র উপদেষ্টা আজাদ হেসেন।
ট্রাস্ট্রের সদস্য সচিব ফয়ছল আহমদ রুহেল এর পরিচালনায় বিগত দিনের কার্যক্রম ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা মো. এনামুল হক ছালাম।
বিগত দিনে ট্রাস্টের গৃহীত শিক্ষা, মানবিক ও সেবামূলক বিভিন্ন কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন- ট্রাস্টে উপদেষ্টা মো. নজরুল ইসলাম ও মো.ফয়জুর রহমান।
মতবিনিময় সভায় ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন কার্যকরী কমিটির বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ , তহবিল সংগ্রহ ও ট্রাস্টিশিপ ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি ও সাবেক কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রবিন।
এছাড়াও মতবিনিময় সভায় জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক পরিচালিত বাংলাদেশে চ্যারিটি কার্যক্রমের আলোকিত দিক এবং আগামী দিনে এর পরিধি আরও বৃদ্ধির নানা প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন- ট্রাস্টি টিপু সুলতান, সালেমান হোসাইন, দেলওয়ার হোসেন, খালেদ আহমদ ও মো. মাহিদুল ইসলাম সাজু।
সভায় আরও উপস্থিত ছিলেন ছাব্বির আহমদ,শহীদুল ইসলাম সুমন, সাইদুল হোসেন, সাইদুল হক কানন,জাহাঙ্গীর আলম জনি,জাহিরুল ইসলাম তানিম, জহরুল হক অসীম,ইসহাক ইসলাম , হোসাইন আলী মুন্না ও মুরাদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় সকলের পরামর্শক্রমে আগামী ৬ মার্চ বুধবার পূর্ব লন্ডনে ট্রাস্ট্রের পক্ষ থেকে পরবর্তি মতবিনিময় সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভাপতি আজাদ হোসেন সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাকালীন কার্যকরী কমিটির মেয়াদে বহুমুখী মানবিক ও সেবামূলক কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করায় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মানবকল্যাণে এই পর্যায়ে এসে পৌছেছে।
রাতের প্রীতিভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।