বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রামাদ্বানে ইস্ট লন্ডন মসজিদের নানা আলোকিত আয়োজন  » «   স্বাগত মাহে রমজান  » «   স্মার্ট ব্যাংকিং সেবা নিয়ে ইউরোপে আবারো চালু হচ্ছে নেক মানি ট্রান্সফার  » «   সেতারা চাল পছন্দ না হলে টাকা ফেরত  » «   টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বসন্তবরণ ও পিঠা উৎসব  » «   প্রবাসীদের যাপিত জীবন ও প্রবাসের সৌন্দর্য  » «   পান্ডব একজনই  » «   বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত  » «   স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  » «   অমর একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন মাল্টিলিংগুয়াল ডে’ হিসেবে পালনের আহ্বান জানালেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  » «   বেডফোর্ডে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত  » «   পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত  » «   অমর একুশে বইমেলায় প্রবাসী লেখকদের সুহৃদ আড্ডা ও একাধিক গ্রন্থ প্রকাশ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে  বিএসইটি  গ্ৰাজুয়েটস এওয়ার্ড  সম্পন্ন
৫৬ ব্রিটিশ- বাংলাদেশী বংশোদ্ভূতকে এওয়ার্ড  প্রদান



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর  উদ্যোগে  ব্রিটিশ-বাংলাদেশী গ্রাজুয়েট এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে।পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে ৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার  সন্ধ্যা ৭টায় প্রায় পাঁচশত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ব্রিটিশ-বাংলাদেশী  বংশোদ্ভূত সাবেক রাষ্ট্রদূত ও গভর্ণর অফ কেইমেন আয়ল্যান্ড  আনোয়ার বখত চৌধুরী।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানের মাধ্যমে  ব্রিটেনের বিভিন্ন খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ২০২০-২২ শিক্ষাবর্ষে  অনার্স ও মাস্টার্স ডিগ্ৰী অর্জনকারী ৫৬ জন ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত গ্ৰাজুয়েটকে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি আনোয়ার চৌধুরী তার বক্তব্যে , ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির  শিক্ষা ক্ষেত্রে অনুকরণীয়  অগ্ৰসরতার একটি সারগর্ভ চিত্র তুলে ধরে বলেন- এই অর্জনে পরিবারের ভূমিকা  অপরিসীম।

তিনি গ্রাজুয়েটদেরকে উদ্দেশ্য করে বলেন, ডিগ্রী যে বিষয়েই থাকুক – এর মানে এই নয় যে চাকুরিও ঐ একই ফিল্ডে খোঁজতে হবে। চাকুরির জগৎ অনেক বড়। তাই চাকুরি খোঁজার ক্ষেত্রে পরিধি সীমিত না করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে স্যার স্টীফেন টিম এমপি, জিএলএ মেম্বার উমেস দেসাই, বিভিন্ন বারার সিভিক মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্ৰাজুয়েটদের পিতামাতা সহ প্রায় পাঁচশ লোক উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত অনুষ্ঠানে ৫৬জন ব্রিটিশ-বাংলাদেশী ব্যাচেলর এবং মাষ্টার্স ডিগ্রীধারীকে অতিথিরা এওয়ার্ড তুলে দেন। যাদের অনেকে ইতিমধ্যে  চিকিৎসা, আইন, শিক্ষা, আইটিতে  লিডারশীপ দায়িত্বে মূলধারায় সুনামে কাজ করেছেন। 

কমিউনিটির সেবায় কাজ করা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট  এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রাজুয়েটরা আগামীতে এধরণের কাজে তাদের সম্পৃক্ততার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। প্রায় সকলের কথায় ওঠে এসেছে তাদের সাফল্যের পেছনে- তাদের বাবা-মা, শিক্ষক এর নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও অনুপ্রেরণা এবং তাদের কঠোর পরিশ্রমই সাফল্য অর্জনে কাজ করেছে। ভবিষ্যতে ব্রিটেনে এবং বাংলাদেশে কমিউনিটির সেবায়   কাজ করার  আগ্রহের কথাও স্বানন্দে জানিয়েছেন অনেক কৃতি গ্রাজুয়েট শিক্ষার্থী।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে  মো: আফ্ফান।

ট্রাস্টের সভাপতি  মহিব উদ্দীন স্বাগত বক্তব্যে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট  কখন, কেন গঠন  করা হয় এবং কী ধরণের কাজ বাংলাদেশে গত ১০ বছরে করছে -তা তুলে ধরেন।

সভাপতি  মহিব উদ্দীন  বিএসইটি  সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে আহবান জানিয়ে  বলেন, গ্রাজুয়েট এওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে চাই।

অনুষ্ঠান পরিচালনা করেন  জামাল উদ্দীন, মায়েন উদ্দীন আনসার ও পারভেজ শাহ । সংগীত পরিবেশন করে শিশু শিল্পী  শাইয়্যান।

পুরো অনুষ্ঠানের কো-অডিনেট এ ছিলেন- মহিব উদ্দীন, জামাল উদ্দীন, আব্দদুল্লাহ কামাল ও হাবিবুর রহমান।

ট্রাস্টি মাহিদুর রহমান সমাপনী বক্তব্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।রাতের  প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ( বিজ্ঞপ্তি)


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন