মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে এর সম্মেলন ও দ্বি-বার্ষিক (২০২২-২৩) কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে ইউনিয়নের প্রবীন মুরব্বিবৃন্দ ও সংস্থার সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে সাহাব উদ্দিন কে সভাপতি, জাকির হোসেন খান কে সাধারণ সম্পাদক ও নুরুল হক কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি জাকির হোসেন সুমন,রুহুল আলম,মো.শামীম উদ্দিন।
সহ সাধারণ সম্পাদক হলেন মুন্না আহমদ রাজু,জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর খান,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ,দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন ,যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল বাছিত মুরাদ,পর্যটক সম্পাদক আতিকুর রহমান মোহন,ধর্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন (পারভেজ)।
কমিটির সদস্যবৃন্দ হলেন-সুরমান খান,জেবুল ইসলাম,আব্দুল হাছিব( বাছিত),হাফিজ উদ্দিন( লাবলু), আব্দুল লতিফ,শাহজাহান খান,রুকন রহমান,কামাল উদ্দিন আহমদ, নুর উদ্দিন লোদী, কলিম উদ্দিন,দিলাল আহমদ,সাদেক আহমদ, জবলু উদ্দিন,কামরুল ইসলাম নানু,গৌছ উদ্দিন, মঈন উদ্দিন মনি,কাওছার আহমদ,মামুন আল রশীদ,দেলওয়ার হোসেন, আজিম উদ্দিন।
মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’র সম্মানীত উপদেষ্টাবৃন্দ হলেন-কবির আহমদ,আসুক আহমদ,আনোয়ার আহমদ, মাহবুব খান,কামাল হোসাইন,ইকবাল হোসেন, ইকবাল হোসেন।
প্রসঙ্গত যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে ২০১০ সালে গঠিত হয়।প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দেশে ও যুক্তরাজ্যে নানাবিদ সামাজিক, সেবা ও অনুপ্রেরণামূলক কাজ করে আসছে।(বিজ্ঞপ্তি)