বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান  » «   জাতীয় পার্টির ইফতারে হামলা: দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এই সরকার দ্রুত বিদায় নিলেই মঙ্গল: জি এম কাদের  » «   আবার ‘জিয়া উদ্যান’ হলো ‘চন্দ্রিমা উদ্যান’  » «   বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধে বাবার নাম ‘চান না’ সিলেটের আতাউর  » «   মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন  » «   রাজধানীতেই আরেকটি বিশ্ববিদ্যালয়! অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’  » «   আরসা প্রধান জুনুনিকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের  » «   হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা  » «   দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন  » «   বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড  » «   রেমিটেন্সের নামে এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা!  » «   সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’  » «   এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই  » «   জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি  » «   অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মনোনীত মুজিব স্বদেশি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোনীত হলেন কবি সাংবাদিক গবেষক শিক্ষাবিদ মুজিব স্বদেশি। ‘আলিয়া সংস্কৃতি সংসদ’ কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি চর্চা বিষয়ক একটি স্বতন্ত্র ও স্বাধীন প্রতিষ্ঠান। মাস খানেক আগে আলিয়া সংস্কৃতি সংসদের সম্পাদক তথা বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সাইফুল্লাহ টেলিফোনযোগে মুজিব স্বদেশির সঙ্গে যোগাযোগ করে তাঁর মৌখিক সম্মতি নেন।

আলিয়া সংস্কৃতি সংসদ বিভিন্ন বিষয়ে নিয়মিত সেমিনার আয়োজন করে থাকে। ‘উজ্জীবন’ নামক উন্নতমানের মাসিক পত্রিকাও প্রকাশ করে আসছে নিয়মিত।

গত শনিবার সংসদ-এর সম্পাদক অধ্যাপক সাইফুল্লাহর স্বাক্ষরিত চিঠি আনুষ্ঠানিকভাবে মুজিব স্বদেশির হস্তগত হয়। আলিয়া সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুজিব স্বদেশি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আছে কি না জানি না, তবে সংসদের সম্মানিত কর্মকর্তাদের আমার মতো এক অর্বাচীনের উপর আস্থা রাখার জন্য অশেষ ধন্যবাদ’। সংসদের কাজের মাধ্যমে প্রাজ্ঞ ও গুণীজনদের সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে তিনি আপ্লুত বলে জানান।

উল্লেখ্য, স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দৈনিক নববার্তা প্রসঙ্গ’র প্রকাশক, কলিকুসুম সাহিত্য পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মুজিব স্বদেশি। তাঁর রচিত গ্রন্থাদি- নদী তুমি কথা কও; বাংলা যে দেশে রাষ্ট্রভাষা; বাংলা সাহিত্যে বঙ্গভঙ্গ ও দেশভাগ; অসমে বাঙালির তিন শত্রু; অ-খেয়েছে অজগরে; বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস (সম্পাদিত গ্রন্থ) দেশবিদেশে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। তা ছাড়াও প্রায় দু ডজনের অধিক দেশি ও বিদেশি সংকলনে তাঁর বিভিন্ন রচনা সংকলিত হয়েছে।

গত বছর অসম রাজ্য সরকার কর্তৃক লেখক-সংবর্ধনাও লাভ করেছেন মুজিব। আলিয়া সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মনোনীত হওয়ায় শুভানুধ্যায়ীরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, মুজিব স্বদেশি যুক্তরাজ্য থেকে পরিচারিত ৫২বাংলা ডট কম-এর আসাম প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমটির জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি প্রেস ক্লাব, করিমগঞ্জ কর্তৃক সংবর্ধিত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন