শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

ডিম আগে না মুরগি আগে?



মুরগি আগে, না ডিম আগে? যুগ যুগ ধরে এই তর্ক চলেছে। কিন্তু কোনটি আগে, তা নিয়ে সন্দেহ থেকেই গিয়েছে।

পৃথিবীর একটা অংশের দাবি- মুরগি আগে এসেছে। আবার উল্লেখযোগ্য একটা অংশের দাবি, মুরগি নয়, ডিমই আগে।

একটা দার্শনিক মীমাংসা দিয়ে  প্রায় শত বছর আগ থেকে  পালন করা হচ্ছে বিশ্ব ডিম দিবস। অষ্ট্রিয়ার রাজধানী ভিনায় (Vienna) , ১৯৯৬ সালে শুরু হওয়া ওয়ার্ল্ড এগ ডে  (World Egg Day)২০২১ সালের ৮ অক্টোবর পৃথিবীর ১০০টি দেশ একযোগে আনুষ্ঠানিকভাবে পালন করেছে । WorldEggDay হেসট্যাগ নিয়ে এবার ১৮০ মিলিয়ন মানুষ উপভোগ করেছে।

সামাজিক যোগাযোগে অনেকে  ‘ডিম দিবস’ বন্দনা  করে যুক্তি দেখিয়েছেন – মুরগী নয়, ডিমই আগে।  তাদের যুক্তি হলো, পৃথিবী প্রকৃতপক্ষে কমলার মত নয়। ডিমের মত।

ত্রিভুবনের সৃষ্টিকর্তা  সব কিছুর আগে মহাশূন্যে অসংখ্য ডিমই তৈরি করছিলেন। এবং পৃথিবীটাও ডিমাকৃতির। যদিও তারা বিজ্ঞাননির্ভর কোন প্রামানিক তথ্য দিয়ে এই যৌক্তির সারতা প্রমান করতে  পারেননি বলে- মনে করা হয়।

তথ্য বলছে , ডিম আগে না মুরগি আগে – তা নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা চলেছে। সম্প্রতি সেই রহস্যের সমাধান করেছেন এক দল গবেষক। তাঁদের দাবি- ডিম নয়, মুরগি-ই আগে। এবং সেটা প্রমাণ সহ প্রকাশ্যে এনেছেন তাঁরা।

ব্রিটেনের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা  দীর্ঘ দিন ধরে গবেষণা চালানোর পর সেই ধাঁধার উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা। গবেষকদের দাবি- ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে ,তাতে ওভোক্লিডিন  অর্থাৎ (ওসি-১৭) নামে প্রোটিন থাকে। ডিমের সৃষ্টিতে এই প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই ওভোক্লিডিন প্রোটিন মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়।

গবেষকদের দাবি, এর থেকে প্রমাণিত যে, প্রথমে মুরগি এসেছে। তারপর তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে। সেই প্রোটিন থেকেই ডিমের সৃষ্টি।

তবে এনিয়েও  ‘ডিম আগে‘- এই  যুক্তির অনেক সমালোচক সামাজিক যোগাযোগে চটে আছেন!  তারা বলছেন, গবেষণা থেকে জানা গেল— মুরগি  আগে এসেছে। কিন্তু সেই মুরগি পৃথিবীতে প্রথম কী ভাবে এল ? তা নিয়ে কোনও জবাব দিতে পারেননি-   গবেষকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন