পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন,স্কাউট আন্দোলনের মাধ্যমে যুব সমাজের মধ্যে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করতে হবে।বর্তমান প্রজন্ম আমাদের স্বাধীনতার ফসল।আমাদের আত্ম পরিচয় ভুলে গেলে চলবেনা।ইতিহাস থেকে শিখতে হবে।উদার সমাজ গঠনে সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন। দেশে এখন যোগ্য নেতৃত্ব রয়েছে ।তিনি গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল আয়োজিত প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, রক্তে কেনা লাল সবুজের আমাদের এই বাংলার মাটিতে যারা অন্যের উপাসনালয়ে আক্রমন করে, প্রতিহিংসা পরায়ন মনোভাব নিয়ে সমাজকে ধ্বংসের পায়তারা করে- আমি তাদের ধিক্ষার জানাই, অত্যন্ত লজ্জাবোধ মনেকরি।
২৭ ডিসেম্বর সোমবার বিকেলে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ডঃ রমা বিজয় সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের উপ-কমিশনার (স্পেশাল ইভেন্ট) প্রমথ সরকার এএলটির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্যে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বলেছেন স্কাউটদের চিন্তা কথা ও কাজে নির্মল হতে হবে। ফ্রেন্ডশিপ ক্যাম্প এর মাধ্যমে নতুন নতুন বন্ধু করতে হবে এই বন্ধুত্বের বন্ধনে আগামীতে দেশকে উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (উন্নয়ন) ও সাবেক অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির,বিশেষ অতিথির বক্তব্য সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) জাকারিয়া। এছাড়াও বক্তব্য রাখেন প্রথম আঞ্চলিক ফ্রেন্ডশিপ ক্যাম্পের সাংগঠনিক কমিটির আহ্বায়ক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রধান ও বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ দাস,গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মহিউল ইসলাম মুমিত, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহ সমাবেশ পরিচালনা ও সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, জেলা সিনিয়র সাংবাদিক দিপু ছিদ্দিকী, ফয়ছল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ প্রমুখ।
পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য সমাবেশ সিলেট অঞ্চলের ৫১ টি স্কাউট দল ও দেশের অন্যান্য অঞ্চল থেকে ৪০ টি দলসহ ৯১ টি দলের স্কাউট,স্বেচ্ছাসেবক, ককর্মকর্তাসহ প্রায় ১ হাজার অংশগ্রহণ করছেন।