যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ফেনগ্রামের অধিবাসীদের নিয়ে গঠিত ফেনগ্রাম সমাজকল্যাণ সংস্থা ইউকে’র ২০২১-২৩ সেশনের কমিটি গঠন করা হয়।
গত ৬ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি ফয়জুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মিছবা রহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির উপদেষ্টা মো: আহমদ উদ্দিন। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন সমিতির উপদেষ্টা ও প্রবীণ মুরব্বি আহমদ উদ্দিন।
ফেনগ্রাম সমাজকল্যাণ সংস্থা ইউকে’র ২০২১-২৩ সেশনের এম মিছবা রহমানকে সভাপতি, মো: আবুল হোসেনকে সাধারণ সম্পাদক এবং মারুফ আহমদকে ট্রেজারার করে ২৯ সদস্য বিশিষ্টি কমিটির ঘোষণা করা হয়।
ফেনগ্রাম সমাজকল্যাণ সংস্থা ইউকের নবগঠিত কার্যকরি কমিটির ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি আলতাফ হোসেন, খসরুজ্জামান, আব্দুল আহাদ, জবলুর রহমান, সহ সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, বদরুল আলম, জাকির হোসেন, সহ অর্থ সম্পাদক খসরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, কাওছার আহমেদ রুবেল, ক্রিড়া সম্পাদক রাসেল আহমদ, সহ ক্রিড়া সম্পাদক হাছান আহমেদ, প্রচার সম্পাদক আহমদ কবির মুন্না, সহ প্রচার সম্পাদক বায়েছ আহমেদ, কার্যনিবাহী কমিটির সদস্য আব্দুল আহাদ, জামাল হোসেন, ছাদ উদ্দীন লিটন, ছুনু আহমেদ, কবির আহমেদ, বাবুল হোসেন, আছিমুজ্জামান, নোমান আহমেদ, জুবের আহমেদ, জাহাঙ্গীর হোসেন, শরিফ আহমদ রাসেল, ডা: সোহেল আহমেদ।
ফেনগ্রাম সমাজকল্যাণ সংস্থা ইউকে’র ২০২১-২৩ সেশনের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন মো: আহমদ উদ্দিন, মো: ফয়জুল হক, মো: ফখরুল ইসলাম, মোঃ সালেহ আহমদ, মাওলানা মো: মুহিবুর রহমান।
সভায় বর্তমান কমিটির সদ্য নির্বাচিত সভাপতি সবার সহযোগিতা কামনা করে আগামীতে আরও বেশী করে গ্রামের আর্থসামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।সভাপতি এম মিছবা রহমান ফেনগ্রাম সমাজকল্যাণ সংস্থা ইউকে কে বিয়ানীবাজারের একটি অন্যতম সেবাধর্মী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করতে যুক্তরাজ্যে বসবাসরত গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন।