বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাভাষী ভারতীয়দের বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা  » «   যেভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান-ইসরায়েল  » «   ইসরায়েল-ইরান যুদ্ধে তিন পক্ষের কে কী পেল  » «   ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক স্থাপনা : পেন্টাগনের বিশ্লেষণ, মানছেন না ট্রাম্প  » «   আ. লীগকে কেউ মুছে ফেলতে পারবে না, ইউনুস মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে মরিয়া : শেখ হাসিনা  » «   ইরানে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প  » «   কাতারের আকাশসীমা বন্ধ, বাংলাদেশ দুই ফ্লাইট যেভাবে রক্ষা পেল  » «   ‘শেষ খেলা’ খেলছে ইরান-ইসরায়েল  » «   ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও পাল্টাপাল্টি হামলা, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে থামবে ইরান  » «   নজিরবিহীন লগ্নে বিশ্ব, সেটাও ছাপিয়ে যেতে পারে  » «   বাংলাদেশ যেন এক ‘মবের মুল্লুক’  » «   এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণ করা যাবে  » «   প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ  » «   রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চায় অদ্ভুত নামের ১৪৭ দল  » «   কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরাকের ক্ষেপণাস্ত্র হামলা  » «  

চলন্ত ট্রেন হঠাৎ দ্বিখন্ডিত হয়ে গেল



চলতে চলতে হঠাৎ দ্বি খন্ডিত হয়ে গেল ট্রেন আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আজ সোমবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ১৫টি বগি নিয়ে। কিন্তু মাঝপথে পৌঁছে ট্রেনের বগির জয়েন্ট ছুটে গিয়ে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এতে যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন। আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রেনটির বিচ্ছিন্ন বগি যুক্ত করা সম্ভব হয়নি।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট রেলস্টেশন থেকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস। পথে হবিগঞ্জে মনতলা স্টেশনে বেলা ৩টা ৪০ মিনিটে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। বিরতি শেষে ৩টা ৪২ মিনিটে আবার যাত্রা শুরু করলে স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি পেছনে ৫টি বগি ও সামনে ১০টি বগি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে প্রথম অংশের চালক ট্রেনটি থামান।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. জাহিদ হোসেন বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মনতলা স্টেশনে যাত্রা বিরতির পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

জয়ন্তিকার এই সমস্যার কারণে ঢাকা-সিলেট রেলপথে আর কোনো ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। স্টেশনের কাছে হওয়ার কারণে বিকল্প প্ল্যাটফর্মে ট্রেনগুলো চলাচল অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন