ডিসেম্বরে হলিডে বাংলাদেশে ভ্রমনকারী বৃটিশ বাংলাদেশীদের নো ভিসা রিকোয়ারমেন্ট (এনভিআর) এর সমস্যা সমাধান করার জন্য যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের বিশেষ উদ্যোগ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের ফোর্নিয়ার স্ট্রিটস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের শহীদ ভবনে শনিবার ২৭ নভেম্বর সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষ কনস্যুলার সেবা প্রদান করে।
এছাড়াও বিশেষ কনস্যুলার সেবার মধ্যে রয়েছে- পাওয়ার অব অ্যাটর্নি,মেশিন রিডেবোল পাসপোর্ট,জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ হাই কমিশন লন্ডনের এটাচি কনস্যুলার এইচ এম ফয়সল আহমদের নেতৃত্বে ১০ জন কর্মকর্তা এ সেবা প্রদান করেন।
সকাল থেকে সেবা নিতে আশা অসংখ্য মানুষ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের শহীদ ভবনে ভিড় জমান। দীর্ঘদিন পরে এই সেবা পেয়ে তারা সন্তষ্টি প্রকাশ করে বলেছেন- এই উদ্যোগটি যেন প্রতিমাসে ধারাবাহিকভাবে অব্যাহত থাকে ।