বুধবার, ৬ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «   লন্ডনে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানী ও মিলন মেলা  » «   কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   লন্ডনে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান, দেড়শত হাজার পাউন্ডের বেশি সংগ্রহ  » «   লন্ডনে পেশাজীবীদের সেমিনারে বক্তারা : দেড় কোটি প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ পূনর্গঠনে ভূমিকা রাখতে চায়  » «   মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এম সি এ) এর সদস্য সম্মেলন সম্পন্ন  » «   সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সাংবাদ সম্মেলন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ তাদের আসন্ন নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।

এসময় ভোটার তালিকা প্রণয়নসহ সুষ্ঠু ও নিরপেক্ষ দায়িত্ব পালনের বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের পাশাপাশি সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছে নতুন দায়িত্ব পাওয়া নির্বাচন কমিশন।

স্থানীয় সময় সোমবার ১৫ নভেম্বর, রাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদার।

কমিশনের সদস্য সচিব মোঃ দুলাল সাফা ও যুগ্ম সচিব এস এম মাসুদুর রহমানের সঞ্চালনায় এতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মনু, বেলাল আহমদ, মাহবুবুর রহমান ঝন্টু, একরামুজ্জামান কিরণ, সাইফুল ইসলাম ইকবাল, বাহারুল আলম, রমিজ উদ্দিন, হেমায়েত খান, জাকিরুল ইসলাম জাকি, মাহবুব আলম শিপন ও সাঈদ মিয়া সহ  অনেকে ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান কমিশনার খুরশেদ আলম মজুমদার। ভোটার তালিকা ডিজিটাল পদ্ধতিতে তোলার ব্যবস্থা, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ বাড়াতে সব আঞ্চলিক কমিটির সঙ্গে বৈঠক, নির্বাচনী আচরণবিধি মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি, নির্বাচনের দিন নিরাপত্তা বাহিনীর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায়সহ সংগঠনের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন তিনি।

খুরশেদ আলম মজুমদার জানান, আসছে রোববার সন্ধ্যা সাতটা থেকে অ্যাসোসিয়েশন হলে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। সপ্তাহের তিনদিন রোব, সোম ও মঙ্গলবার এ কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রতি ভোটারকে এজন্য নির্ধারিত ফি ৫ ইউরো পরিশোধ করে সদস্য নবায়ন করে নিতে হবে।

এসময় প্রার্থীদের নির্বাচনী আরণবিধি বিষয়ক নানা প্রশ্নের জবাব দেন নতুন দায়িত্ব পাওয়া নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

এছাড়া তিনি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে চলমান দুই বছর মেয়াদের পরিবর্তে আগামী কমিটি তিন বছর মেয়াদ এবং একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থাসহ বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন এবং এ কাজগুলো নির্বাচিত কমিটির মাধ্যমে বাস্তবায়নের প্রত্যাশার কথা জানান।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন