বিলেতের কমিউনিটি ব্যক্তিত্ব, কবি ও সাহিত্যিক রোকন আহমদ এর কবিতাগ্রন্থ শিশিরকণা ঘাসে বইর মোড়ক উন্মোচণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার ১৩ অক্টোবর পূর্বলন্ডনের একটি অভিজাত রেষষ্টুরেন্টে। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও হ্যামলেটউয়ে মসজিদ ও মাইল এন্ড বেঙ্গলি মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের চেয়ারম্যান মাহফুজ নাহিদের পরিচালনায় ও হ্যামলেটউয়ে মসজিদের ইমাম আরশাদ হোসাইন এর কোরআন তেলাওয়াতে মাধ্যমে বইর মোড়ক উন্মোচণ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের পরিচিত মুখ কবি দবিরুল ইসলাম চৌধুরী (ওবিই)। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন লন্ডন এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ রেডিও’র প্রেজেন্টার সাংবাদিক মিসবাহ জামাল, নুরুজ্জামান খান, কাউন্সিলর পুরু মিয়া, হারুন রশিদ চৌধুরী, আব্দুর রহিম, আব্দুল মালিক, মোঃ আবু লাইস চৌধুরী। আবুল কালাম আজাদ, মো: কলিম মোল্লা।
অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন- এলাকার প্রবীণ ব্যক্তিত্ব শামসুল ইসলাম, হাবিবুর রহমান, সানাউর রহমান, ফারুক উদ্দিন, মো: আছাহাব আলী, আতাউর রহমান, আর্যক আলী, আব্দুল খালিক, আফতার আলী, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, মোহাম্মদ হাছান মাহমুদ, মিলাদ মিয়া, কাজি এহসান, নুরুল ইসলাম প্রমুখ।
কবি রোকন আহমেদ কাব্যগ্রন্থ শিশিরকণা ঘাসে প্রকাশনার দায়িত্বে ছিল সিলেটের বাসিয়া প্রকাশনী।
৪ ফর্মার বইটিতে মোট ৬২টি কবিতা স্থান পেয়েছে । গ্রাম্য মেঠো পথের আঁকাবাঁকা নানান বাঁকের কোল ঘেষে হেটে চলা এক দুরন্ত-চঞ্চল তরুণের অতি প্রাকৃত খেয়ালিপনায় আঁকা আল্পনা
শিশিরকণা ঘাসে। নামকরণেই ফোটে উঠে চিরচেনা সেই গ্রামীণ আবহ, যেখানে রাত-বিরাতে ছুটে চলে মন শেকড়ের টানে প্রকৃতির কোমল পরশে।
কবি রোকন আহমদের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করে এবং রাতের ডিনারের মাধমে অনুষ্ঠান সমাপ্ত হয়। ( বিজ্ঞপ্তি)