যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সভায় দেশের আর্ত-মানবতা ও সামাজিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সোমবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে আসাব উদ্দিন আহমদের সভাপতিতে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন ছরওয়ার আহমদ, ফারুক আহমদ , মুফিজুর রহমান ,আক্তার চৌধুরী প্রমুখ ।
নতুন কমিটিতে আসাব উদ্দিন আহমদ কে সভাপতি , নজরুল হক কে সাধারণ সম্পাদক ,আব্দুল মুকিত বাবলু কে কোষাধক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি করেন সংগঠনের সদস্যবৃন্দ ।
শপথ গ্রহন শেষে আগামী দুই বছরের কর্ম পরিকল্পনা অনুষ্ঠানে উপস্থাপন করেন নতুন কমিটি।