বুধবার, ৬ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «   লন্ডনে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানী ও মিলন মেলা  » «   কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   লন্ডনে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান, দেড়শত হাজার পাউন্ডের বেশি সংগ্রহ  » «   লন্ডনে পেশাজীবীদের সেমিনারে বক্তারা : দেড় কোটি প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ পূনর্গঠনে ভূমিকা রাখতে চায়  » «   মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এম সি এ) এর সদস্য সম্মেলন সম্পন্ন  » «   সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মাদ্রিদে নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

স্পেনের মাদ্রিদে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদ স্পেনের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৮ সেপ্টেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের রাজপুত রেস্টুরেন্টে নবগঠিত এই কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এই অভিষেককে ঘিরে অনুষ্ঠানস্থল বিপুলসংখ্যক নারায়নগঞ্জ জেলাবাসীসহ প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। তাদের উপস্থিতিতে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা হয়।

এ অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নব নির্বাচিত সভাপতি একরামুজ্জামান কিরণ। সংগঠনটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল ও সাংগঠনিক সম্পাদক বুল্বুল আহমেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটি এম আব্দুর রউফ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মুতাসিমুল ইসলাম, সর্ব ইউরোপ নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি অস্টিয়া প্রবাসী আহমেদ ফিরোজ, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই এস রবিন।স্বাগত বক্তব্য দেন সংগঠনের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটি এম আব্দুর রউফ মন্ডল নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, স্পেনে আঞ্চলিক সংগঠনগুলোর ভালো কাজে বাংলাদেশ দূতাবাস সবসময় সহযোগিতা করবে। মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের গতিধারায় স্পেন প্রবাসীদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি। সংগঠনের উন্নয়নে তিনি দূতাবাসের পক্ষ থেকে কমিউনিটির ইতিবাচক এবং সামাজিক কর্মকাণ্ডে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আপনারা আত্মীয়-স্বজন ছেড়ে প্রবাসের মাটিতে গড়ে তুলেছেন এক খণ্ড বাংলাদেশ, চর্চা করেছেন দেশীয় সংস্কৃতি। আপনারা নিজেদের শ্রমে প্রতিষ্ঠিত হচ্ছেন নিজেদের ক্ষেত্রে। আর আপনাদের সার্বিক আচার, আচরণের উপর নির্ভর করছে দেশের সুনাম,ভাবমূর্তি। এসময় তিনি নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, কমিউনিটির সর্বস্তরের উপস্তিতি প্রমান করে, তাদের কার্যক্রম গতিশিল। তিনি কমিউনিটির উন্নয়নে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ভুমিকা রাখার আহবান জানান।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা হলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি জামাল উদ্দিন মনির, আল মামুন, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এইচ এম সুহেল ভূঁইয়া, আবু বক্কর চৌধুরী মামুন, আতাউর রহমান খান, আব্দুল খালেক, কমিউনিটি নেতা আব্দুল খালেক, কুদরত আলী, নূর হোসেন পাটোয়ারী, বেলাল আহমেদ, মাওলানা আসাদুজামান রাজ্জাক, আব্দুল কাইয়ুম সেলিম, আব্দুল কায়ূম মাসুক, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খানকে, সাধারণ সম্পাদক তোতা কাজী,নোয়াখালী জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিল,খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক টিটন বিশ্বাস, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির আহবায়ক কমিটির সদস্য এ কে এম জহিরুল ইসলাম, সুমন নূর, স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালীসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

অভিষিক্ত নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাসান তারেক, লুৎফুর রহমান, আমির হোসেন , যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আহসান, সহ সাধারণ সম্পাদক শওকত আহমেদ, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খসরু হাসান, হাবিবুর রহমান, তাহের আহমেদ, অর্থ সম্পাদক জাকির শাহ হোসেন, সহ অর্থ সম্পাদক মোঃ সুখন, প্রচার সম্পাদক মোঃ রবিন, সহ প্রচার সম্পাদক রাজ্জাক মিয়া, ক্রীড়া সম্পাদক মেরাজুল আলম চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক গোলাম মোঃ ফয়সাল, শিক্ষা ও সাংষ্কৃতিক সম্পাদক সাদির হোসেন, সহ শিক্ষা ও সাংষ্কৃতিক সম্পাদক মোঃ রনি,ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ ধর্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দফতর সম্পাদক ফরিদ আহমেদ, সহ দফতর সম্পাদক মোঃ সুমন, সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজ উল্লাহ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সৃজন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা ইয়াসমিন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হাসান, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা হামিমা আক্তার রুমি, সহ মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা কামিনী বেগম, সদস্য মোঃ রিপ, মোঃ সুমন, শাওন ভূঁইয়া, মোঃ কালাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএম আব্দুর রউফ মন্ডল নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজি এনায়েতুল করিম বলেন, কমিউনিটির সামাজিক উন্নয়ন, সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রাখতে এই অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি সকলকে বাংলাদেশি হিসেবে এক প্ল্যাটফর্মে একযোগে কাজ করার আহ্বান জানান।

নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন নব নির্বাচিত সভাপতি একরামুজ্জামান কিরন আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে তাদের এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন