মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির জবাবের  » «   তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল  » «   কী হচ্ছে তুরস্কে, একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছেন এরদোয়ান?  » «   যুক্তরাষ্ট্রফেরত জাহিদুল এখন সফল কৃষি উদ্যোক্তা  » «   জীবনের ইনিংসে কঠিন লড়াইয়ে তামিম  » «   শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য  » «   জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার  » «   গাজায় নিহত ৫০ হাজার ছাড়িয়েছে  » «   সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কী চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?  » «   হিথরো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু  » «   এনসিপির ভোটারদের বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ চায় কেনো?  » «   গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল  » «   ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের বড় উত্থান  » «   হাসনাত আব্দুল্লাহ’র অভিযোগ, আতঙ্ক: আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে  » «   হিথ্রো বন্ধ, মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট  » «  

স্পেন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন



স্পেন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) স্থানীয় সময় রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি হলে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাতীয় সংগীত পরিবেশন ও কাল ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত স্পেন আওয়ামীলীগের সভাপতি মোঃ দুলাল সাফার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বাঙালি জাতির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বিশেষভাবে আলোকপাত করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল কাদের ঢালি, ফয়জুর রহমান (বড় ভাই), সৈয়দ মনির হোসেন, সফিকুল ইসলাম, আহমেদ আসাদুর রহমান সাদ, শাহ আলম,দুলাল সরকার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন,উপ প্রচার সম্পাদক আবুল কালাম সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধা সন্তান আবদুল আজিজ মবু, স্পেন যুবলীগের সদস্য সচিব সাইফুল আলম সোহাগ ও যুগ্ন সদস্য সচিব আব্দুল গফুর চৌধুরী ।

বক্তারা বলেন,বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা শুধু ব্যক্তি মুজিবুর রহমান-কে হত্যা করেনি, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ঘাতকেরা বাঙ্গালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিকে মুছে ফেলতে পারেনি; তেমনই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখাকেও নিভিয়ে দিতে পারেনি।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংবালাকে বাস্তবে রূপান্তর করার কাজে দেশে -বিদেশে সবাইকে সংকল্পবদ্ধ হবার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে নিহত বঙ্গবন্ধু র পরিবার সহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেনের সদস্য সচিব আহমেদ আসাদুর রহমান সাদ।

স্পেন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন