মধ্যপ্রাচ্য প্রবাসীদের সংগঠন সিলেট যুব পরিষদ দীর্ঘদিন থেকে মানবিক সেবা ও উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বড়লেখায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ ও ১০টি ফ্যান বিতরণ করা হয়।
১৬ আগস্ট সোমবার উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তুলনামূলক পশ্চাদপদ অঞ্চলের- বোবারথল হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও বোবারতল কওমি মাদ্রাসার দুস্থ ছাত্র-ছাত্রীদের অভিবাবকেদের হাতে তুলে দেয়া হয়।
সিলেট যুব পরিষদের অর্থ সম্পাদক মো: শাহাব উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো:তৈয়ব সাফাত আলীর সভাপিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। প্রধান অতিথি এই মহতি কাজের প্রসংশা করে বলেছেন- মধ্যপ্রাচ্য প্রবাসীদের সংগঠন সিলেট যুব পরিষদের এই উদ্যোগটি অন্যান্যদের জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত।
বিশেষ অতিথি ছিলেন ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন। তিনি এই শিক্ষাবান্ধব কাজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের এই দান প্রতিষ্ঠানের উন্নয়নে ও শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক কাজে লাগবে।
আয়োজকরা বলেছেন তুলনামূলক অনগ্রসর ও দুর্গম পাহাড়ি অঞ্চল বোবারথলের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সহায়তা করতে পেলে আমরা আনন্দিত। মধ্যপ্রাচ্য প্রবাসীদের সংগঠন সিলেট যুব পরিষদের এইরকম শিক্ষাবান্ধব মানবিক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুড়াউল সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মো: তাজ উদ্দিন, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ,সমাজকল্যাণ সম্পাদক মো: জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ ও বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সদস্য শেখরুল ইসলাম এবং পাবলিকেশন সোসাইটি বড়লেখার ভাইস চেয়ারম্যান জাকারিয়া আহমদ।
পরে বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা ও মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বোবারতল কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম।