জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ডুমুরিয়ায় গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৫ আগস্ট) উপজেলা প্রশসান,ডুমুরিয়া থানা,খর্ণিয়া হাইওয়ে থানার উদ্যোগে আজ সকালে খুলনা ডুমুরিয়া উপজেলা চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা ৫ আসনের মাননিয় সাংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এতে নেতৃত্ব দান করেন।
এ সময় জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আটলিয়া ইউনিয়ন আ-লীগ ‘র উদ্যোগে উপজেলার চুকনগর দলীয় কার্যালায়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্তিত ছিলেন আটলিয়া ইউনিয়ন আ-লীগ’র সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আ-লীগ’র সাধারণ সম্পাদক এ্যড প্রতাপ কুমার রায়,উপজেলা আ-লীগ’র সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রবিবার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, আওয়ামীলীগ শেখ আব্দুস সামাদ, মোড়ল মোসলেম উদ্দিন, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, আব্দুল হালিম মুন্না প্রমুখ।
এছাড়াও ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড কাঁঠালতলা বাজারে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেনের নেতৃত্বে জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয। এরপর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে জেলা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
মোটরসাইকেল সমিতি: ১৫ -আগস্ট জাতীয় শোক দিবসে চুকনগর বাসষ্টান্ড মোটরসাইকেল সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এবি এম শফিকুল ইসলাম, আটলিয়া ইউনিয়নজগ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান (হাবিব) সাংবাদিক সুমন ব্রহ্ম,জাহাঙ্গীর আলম (মুকুল)এম এম ইব্রাহীম হোসেন সহ প্রমুখ।
মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে ডুমুরিয়া উপজেলা প্রসাশন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।