­
­
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «  

১৫ আগস্ট লন্ডনে বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট
আয়োজক বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকে,অংশ নিচ্ছে ৩০ দল



‘খেলাধুলার মাধ্যমে বন্ধন আরো দৃঢ় হোক শেকড়ের সাথে’ এই স্লোগাণকে সামনে রেখে ব্রিটেনে বসবাসরত বিয়ানীবাজারবাসীদের মাঝে বন্ধন আরো শক্ত করতে এবং নতুন প্রজন্মদের তাদের শেকড়ের প্রতি আরো আগ্রহী করতে ‘বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আয়োজন করেছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকে। আগামী ১৫ আগস্ট রবিবার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট।

বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে ৩০টি দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষ্যে  ৯ আগস্ট সোমবার বিকাল সাতটায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির একটি সভাকক্ষে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে।

বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের চেয়ারম্যান মেসবা আহমেদের পরিচালনায় ড্র অনুষ্ঠানে অংশগ্রহনকারী দলের ম্যানেজার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্লাব চেয়ারম্যান মেসবা জানিয়েছেন, যুক্তরাজ্যে এই প্রথম ‘ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্টে’ ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি আমাদের উদ্দেশ্য হচ্ছে – নতুন প্রজন্মদের সাথে নিজ অঞ্চলের একটি ‘সম্পর্কের ব্রিজ’ তৈরী করা। যাতে করে সামাজিক সংস্কৃতি,ঐহিত্যের প্রতি তারা আরও বেশী করে আকৃষ্ট হয়।

ব্রিটেনের কৃতি এই  ফুটবল সংগঠক ও বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের চেয়ারম্যান  বলেন,  ‘আমাদের কমিউনিটিতে খেলাধুলার আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের প্রজন্মের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের জন্মস্থানের প্রতি আরো আগ্রহী করে তোলার চেষ্টা করছি।’

প্রথম পর্বের গ্রুপ স্টেইজ মোট ছয়টি গ্রুপে বিভক্ত থাকবে এবং প্রতিটি গ্রুপে পাচঁটি করে দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপের বিজয়ী ও রানারআপ দল সহ শ্রেষ্ঠ তৃতীয় স্থান অধিকারী চারটি দল নক আউট স্টেজে খেলার সুযোগ পাবে। একই ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে ড্র অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা বলেছেন, তারা  জয়-পরাজয় বিবেচনায় না নিয়ে ব্যতিক্রমী এই ফুটবল টুর্নামেন্টকে বিয়ানীবাজারবাসীর হার্দিক মিলন উৎসব হিসাবেই দেখছেন।

বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট’ পরিচালনা করার জন্য ইতিমধ্যে চার সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরিচালনা কমিটির সদস্যরা হলেন, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের চেয়ারম্যান মেসবা আহমেদ, ভাইস চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাধারণ সম্পাদক আকবর হোসেইন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ রহমান।

ড্র অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট এর চ্যারিটি পার্টনার বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এর পরিচালক আলহাজ্ব আব্দুস শফিক, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন টিপু , সহকারী কোষাধক্ষ্য রুহেল আহমেদ তারিন, নির্বাহী সদস্য রুহেল আলম এবং বিভিন্ন দলের দলীয় ম্যানেজার ও প্রতিনিধিবৃন্দ।

প্রসঙ্গত ‘সুস্বাস্থ্য, সংস্কৃতি, মানবতা’ শ্লোগাণকে সামনে রেখে গঠিত বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকে প্রতিষ্ঠা লগ্ন থেকে খেলাধুলার মাধ্যমে সবাইকে এক বাধনে রেখে নতুন প্রজন্মের সাথে সম্পর্ক অটুট রাখতে কাজ করছে।

১৫ আগস্ট লন্ডনে বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন