প্রতিষ্ঠার প্রায় দুই দশকেও আধুনিকায়নের কোনো ছোয়া লাগেনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায়।
পরিচ্ছন্ন নগর গড়ে তোলা ও শহরবাসীর নাগরিক সুবিধা দেখার দায়িত্বে থাকা স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানটির বর্জ্য ব্যবস্থাপনার চিত্র এতটাই নাজুক যে শহরের বেশ কিছু স্থানে জমিয়ে রাখা হয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরনাগরিকগণ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালে প্রতিষ্ঠিত বড়লেখা পৌরসভা প্রায় দুই দশক পার করলেও এখনও ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান নির্ধারণ করতে পারেনি।
পৌরবাসীর কাছ থেকে বর্জ্য অপসারণ করার টেক্স নেয়া এখনও হয়না। আগামীতে ময়লা ফেলার নির্ধারিত স্থান তৈরি করে পরিবেশ দূর্গন্ধমুক্ত রাখবে কর্তৃপক্ষ । বিস্তারিত দেখুন ৫২বাংলা পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির এর প্রতিবেদনে। কণ্ঠ : মো: আমিরুল ইসলাম সুমন।