সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সভাপতি, সাবেক সিলেট জেলা কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতিবিদ ফরিদ আহমদ নান্নু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
২৭ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৭:৩৫ মিনিটে সিলেটে একটি ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ফরিদ আহমদ নান্নু করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জুলাই থেকে চিকিৎসাধীন ছিলেন। কোভিড আক্রান্ত অবস্থায় তিনি ষ্ট্রোক করেন। তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছিল।
ফরিদ আহমদ নান্নুর বাড়ি সিলেট বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাড়িয়াবহর গ্রামে। তার বাবা শিক্ষানুরাগী যুক্তরাজ্যবাসী মরহুম আব্দুন নূর।
মরহুমের জানাজা ২৮ জুলাই বুধবার সকাল ১১:৩০টায় জলঢুপ পাড়িয়াবহর হাফিজয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।পরে জলঢুপ কালাইউরাস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন যুক্তরাজ্যবাসী ছোট ভাই ফয়ছল আহমদ ।
শোক প্রকাশ:
সিপিবি বিয়ানীবাজার উপজেলা কমিটির শোক :
সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সভাপতি, সাবেক সিলেট জেলা কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, সাম্য-মানবিক ও শোষণমুক্ত সমাজ গঠনের নিরন্তর লড়াইয়ের সাথী বিয়ানীবাজার উপজেলার পাহড়িয়াবহর গ্রামের কৃতিসন্তান কমরেড ফরিদ আহমদ নান্নুর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে সমবেদনা। বিনম্র শ্রদ্ধা, লাল সালাম কমরেড ফরিদ আহমদ নান্নু।
জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শোক:
এদিকে ঐতিহ্যবাহী জলঢুপ গ্রামের যুক্তরাজ্যবাসীদের সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে র সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ এর বড়ভাই প্রগতিশীল রাজনীতিবিদ ও সংগঠক ফরিদ আহমদ নান্নু‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এক শোক বার্তায় মরহুমের পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লার কাছে প্রার্থনার অনুরোধ করা হয়েছে।