আগামী ২১ এবং ২২ আগষ্ট বার্সেলোনায় শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ২০২১। কাতালোনিয়া ক্রিকেট ফেডারেশনের আয়োজনে এ টুর্নামেন্টে অংশগ্রহন করবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং আফগানিস্থান।
দু’দিনের এ টুর্নামেন্টে ইতিমধ্যে অংশগ্রহণকারী চার দেশের কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগীতা ছাড়াও স্ব-স্ব দেশের দূতাবাসও বিশেষ সহযোগীতার আশ্বাস ব্যক্ত করেছে।
এ উপলক্ষে সোমবার ১৩ জুলাই বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো’র সাথে অনুষ্ঠিত হয়েছে দ্বিপাক্ষিক আলোচনা সভা।
কাউন্সিলর অফিসে এ সময় রামন পেদ্রো ছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া ক্রিকেট ফেডারেশনের সভাপতি শেখ ওমর সাঈদ, কমিউনিটি নেতা মো. কামরুল, বেঙ্গলী ক্রিকেট ক্লাবের সভাপতি নাদিম আশেক, এ আরমান, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, মারুফ আলী এবং স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি।
এ সময় অনারারি কাউন্সিলর এশিয়া কাপে স্ব-শরীরে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশ দলকে সহযোগিতা করারও আশ্বাস ব্যক্ত করেন।