
গো-সুরক্ষা বিলটি আইনে পরিণত হওয়ার পর রাজ্যের মাটি ব্যবহার করে অন্য রাজ্যে গরু পরিবহন কঠোরভাবে নিষিদ্ধ হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। অন্য রাজ্য থেকেও অসমে গরু পরিবহন করা যাবে না। গো-হত্যা কঠোরভাবে নিষিদ্ধ। তবে, সরকারি লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় শর্তসাপেক্ষে গো-মাংস বিক্রয় করা যাবে। কিন্তু হিন্দু, জৈন বা অন্যান্য ধর্মাবলম্বীর মন্দির বা সত্রের পাঁচ কিলোমিটারের মধ্যে কোনও অবস্থায় গো-মাংস বিক্রি করা যাবে না। চোদ্দো বছরের নীচের বা কর্মক্ষম কোনও গরু, গাভী হত্যা করা যাবে না। বিশেষ কোনও কারণে হত্যার জন্য পশু চিকিৎসকের নিকট থেকে শংসাপত্র নিতে হবে। আইন অমান্যকারীকে তিন থেকে পাঁচ বছরের জেল ও পাঁচ থেকে আট লক্ষ টাকা জরিমানা করা হবে। দিন কয়েক আগে রাজ্যের সব ক’জন ওসি-কে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন, মাদক ও গরু পরিবহনে কঠোর স্থিতি গ্রহণ করতে। এ দুটি ক্ষেত্রে দায়িত্ব পালনে কোনও ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী ওসিদের আরও কিছু সুস্পষ্ট ইঙ্গিতও দিয়েছেন! গো-পরিবহন, গো-হত্যা, গো-পাচারের বিষয়টি যেন অকুস্থলেই মীমাংসা করা হয়, এমন সুস্পষ্ট ইঙ্গিতও তিনি দিয়েছেন। অভিযোগ, মুখ্যমন্ত্রী গো-পরিবহনকারীকে ইঙ্গিতে নিকেশ করার নির্দেশ-ই দিয়েছেন! বিলটি নিয়ে রাজ্যের প্রায় সোয়া কোটি মুসলিম আতঙ্কের মধ্যে আছেন। অনেকে কোরবানির পশু ক্রয় করা সত্ত্বেও কোরবানি দিতে পারবেন কি না এমন দুটানায় পড়েছেন! উল্লেখ্য, অসমসহ দেশের বিজেপি শাসিত অনেক রাজ্যে গরুর আধার কার্ডও নথিবদ্ধ করা হয়েছে। গরুর একটি কানে ফুটো করে গরুর মালিক, গরুর রং ইত্যাদি বর্ণনাও লিপিবদ্ধ করার কাজ দ্রূত গতিতে চলছে, যাতে কোনও একটি গরুও সরকারি হিসেব থেকে হারিয়ে না-যায়।
এদিকে, খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত মেঘালয়ের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা অসমের বিধানসভায় গো-হত্যা বন্ধ ও পরিবহনের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, খ্রিস্টানরা গো-মাংস ভক্ষণ করেন। সুতরাং গো-পরিবহনে অসম সরকার নিষেধাজ্ঞা জারি করতে আইন প্রণয়ন করলে মেঘালয় সরকারও হাত-পা গুঁটিয়ে বসে থাকবে না। তাঁরা কেন্দ্র সরকাটের দ্বারস্থ হতে বাধ্য হবে। অনেকের অভিমত, ইদ অর্থ খুশি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা পবিত্র ইদ-উল-আজহা উপলক্ষ্যে সেই খুশি মুসলিমদের থেকে কেড়ে নিয়ে হিন্দুদের উপহার দিয়েছেন!