প্রবাসী বাংলাদেশীদের আইনি, ব্যবসায়ীক বিভিন্ন বিষয়ে নির্ভুল সেবা প্রদানের লক্ষ্যে অভিজ্ঞ ব্যাবসায়ীক পরামর্শদাতা মারিয়া রোজা স্কালিজে ও কর সহায়তা বিশেষজ্ঞ মার্কো দিয়েগাকে সাথে নিয়ে বাংলাদেশী মাসুদ আলম ও মনসুর আলীর যৌথ উদ্যোগে যাত্রা শুরু করেছে কাফ ইউআইএল ।
রাজধানী রোমের সেন্তসেল্লে এলাকায় সোমবার প্রতিষ্ঠানের কার্যালয়ে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইতালিয়ানসহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রতিষ্ঠানের পরিচালকগণ জানান তাদের এই প্রতিষ্ঠান থেকে যাবতীয় বোনাস-ভাতার আবেদন, ব্যবসার লাইসেন্স করা, ব্যবসায়ীক আয়-ব্যয় সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকগণ।
তারা আরও বলেন, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নাগরিক অধিকার সম্পর্কে অনেকেই অবগত নয়, আমরা চেষ্টা করবো সকলকে সঠিক পরামর্শ ও নির্ভুল সেবা প্রদানের জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরাও কাফ ইউআইএলের মাধ্যমে তাদের চাহিদামতো সেবা পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।