রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ওয়াশিংটন ডিসি থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী  » «   যুক্তরাজ্য প্রবাসীরা প্রধানমন্ত্রীকে যেসব দাবী জানিয়েছেন  » «   বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত  » «   নাইট্রাস অক্সাইড এর অপব্যবহারের ঝুঁকি কমাতে টাওয়ার হ্যামলেটস এবং কুইন মেরি ইউনিভার্সিটির সম্মিলিত উদ্যোগ  » «   স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীর মনোনয়ন নিশ্চিত করার দাবী  » «   মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  » «   টরেন্টো বাংলা পাড়া ক্লাবের ১ম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক  » «   বিলেতে হালাল ব্যবসায় হাবিবুর রহমানের সাফল্য  » «   ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের দোয়া মাহ‌ফিল  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন  » «   লণ্ডনে গ্রেটার পাতন এসোসিয়েশন ইউকের বর্ণাঢ্য অভিষেক  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত  » «   ইস্টহ্যান্ডস’র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা  » «   লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

কাতালোনিয়া আওয়ামীলীগের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ‘সম্মিলিত সমন্বয়ক কমিটি’ ঘোষণা
নবগঠিত কমিটির বিরুদ্ধে দোকান চুরি, কালোবাজারি, চরিত্রহীনতার অভিযোগ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

স্পেন আওয়ামীলীগ অনুমোদিত নবগঠিত কাতালোনিয়া আওয়ামীলীগের আহবায়ক কমিটির বিরুদ্ধে দোকান চুরি, কালো বাজারি, চরিত্রহীনতা সহ ভয়াবহ সব অভিযোগ এনে বয়কটের ডাক দিয়েছে “সম্মিলিত সমন্বয়ক কমিটি” নামক কাতালোনিয়া আওয়ামীলীগের বৃহৎ একটি অংশ । গত ৭ই জুন বার্সেলোনার স্হানীয় একটি হলে কাতালোনিয়া আওয়ামীলীগের ব্যানারে আয়োজিত হয়  সমন্বয় কমিটি ঘোষনা ও সংবাদ সম্মেলন।

আলাউদ্দিন হক নেছার সভাপতিত্বে এবং কাজী আমীর হোসেন আমুর পরিচালনায় এ সময় কাতালোনীয়ায় একটি সুন্দর , সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ তৈরীর লক্ষ্যে অতীতে দ্বিধা বিভক্ত কাতালোনিয়া আওয়ামীলীগ, কাতালোনীয়া যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদের নেত্রীবৃন্দ এ কমিটি গঠন করেন।

সংবাদ সম্মেলনে নেতা কর্মীদের মধ্যে উপস্হিত ছিলেন সফিকুল ইসলাম স্বপন, মো.শাহ আলম স্বাধীন, আলাউদ্দিন হক নেছা, শিমূল চৌধুরী, মোনায়েম চৌধুরী বাবলা, কাজী আমীর হোসেন আমু, সিদ্দিকুর রহমান, মো.হানিফ শরীফ,জাহাঙ্গীর আলম, তৌফিকুজ্জামান সহজ, আব্দুল বাসিত কয়সর, মহিউদ্দিন হারুন, মো. মোখলেছুর রহমান নাসিম, মো.কাজল, কয়েস খান, জাহাঙ্গীর আলম, নীরু তালুকদার, ফিরোজ আলম আকাশ, আবুল কালাম, খান মো.কামরুল হাসান, মোশারফ বেপারী, আওলাদ হোসেন, জালাল, আলম উদ্দিন শিকদার, জসিম, শাহীন, সৌরভ, শ্যামল শাহা, মো.মনির হাসান, মাজিবুর রহমান, মিরজাহান দেওয়ান, মোশারফ হোসেন, মো.সায়েম হোসেন, মো.হোসাইন, মো.রফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, কাউসার আহমেদ, মহিউদ্দিন কিশোর প্রমূখ।

আওয়ামীলীগ এর প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামীলীগ এর সাথে জড়িত প্রায় ৯৫ভাগ নেতা কর্মী একই মঞ্চে থাকার দাবি করে ৩৫ সদস্য বিশিষ্ট সম্মিলিত সমন্বয়ক কমিটি ঘোষনা করেন আলা উদ্দিন হক নেছা ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন , ‘পাপিয়াদের কারণে যেমন বাংলাদেশ আওয়ামীলীগ কলংকিত হয়েছে ঠিক সেভাবে তানিয়া গং এবং তাদের গড মাদারদের দ্বারা স্পেন আওয়ামীলীগ তথা কাতালোনীয়া আওয়ামীলীগ কলংকিত হচ্ছে। কাতালোনীয়া আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ঘোষিত আহবায়ক নূরে জামাল খোকন দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ এর সাথে সম্পৃক্ত নয়। একের পর এক বহু বিবাহের কারণে তিনি আওয়ামীলীগে বেশ বিতর্কিত। যারা কোনদিন আওয়ামীলীগ এর সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। চরিত্রহীন, কালোবাজারী সহ অপরিচিতদের প্রাধান্য দেয়া হয়েছে। বার্সেলোনায় দোকান চুরির ঘটনায় সংশ্লিষ্ট একজনকে সদস্য সচিব করা হয়েছে এবং তার চুরির সম্পূর্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও  হয়েছে। কাতালোনীয়া আওয়ামীলীগ এ যারা কলকাঠি নাড়ছে তাদের ভিতর বর্তমান ভাইরাল নেত্রী তানিয়া প্রধান, যার বর্তমান কর্মকান্ড দেশী ও বিদেশী গনমাধ্যমে সমালোচিত, স্পেন আওয়ামীলীগ ও কাতালোনীয়া আওয়ামীলীগ এ একজন পেশাদার খারাপ মহিলা কে রাখা হয়েছে তার পেশা লজ্জা জনিত কারনে উল্লেখ করতে পারিনি। অনতিবিলম্বে এই ফারজানাদের দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দাবী করছি।‘

এছাড়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে,  ‘স্পেন আওয়ামীলীগ এর সভাপতি, সাধারণ সম্পাদককে যেহেতু সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ অনুমোদন দেয় সেহেতু তাদের  নির্দেশনা  মানতে বাধ্য হলেও যদি  মাথার উপর বিতর্কিত ব্যক্তি দ্বারা নেতৃত্ব তৈরী করা হয় তাহলে তাদের মানতে বাধ্য থাকবো না’- বলে হুশিয়ারি দেয়া হয় ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন