কৃষিক্ষেত্রে বড়লেখা,বিয়ানীবাজার, গোলাপঞ্জ তথা সিলেট শহরে মৌসুমী ফল-ফসল, শাক সবজির যোগান দিয়ে আসা বড়লেখা উপজেলার সীমান্ত অঞ্চল বোবারতল গ্রামের ‘বোবাকান্না‘ যেন দেখার কেউ নেই।
প্রতিদিনের খাবারের তালিকায় থাকা প্রায় সকল ধরনের কাচামাল ও ফলমুলের যোগান দিয়ে চলা সম্পূর্ণ কৃষিনির্ভর বোবারতল গ্রাম দেখলে মনে হবে এটি একটি বিচ্ছিন্ন জনপথ। হাটুকাদা পথ মাড়িয়ে বোবারতলবাসীর নিত্য দিনের যাতায়াত ও জীবন সংগ্রাম – যেন এক বিস্ময়। বিস্তারিত দেখুন ৫২বাংলা পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির এর সরেজমিন প্রতিবেদনে। কণ্ঠ : মো: আমিরুল ইসলাম সুমন