গোলাপগঞ্জে চুরি ডাকাতি ছিনতাই, মাধক সহ ১৮ মামলার ২ আসমী গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ৩১ মে সোমবার রাতে অফিসার ইনচার্য হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) একলাছ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-২৬, তারিখ-২৭/০৫/২০২১খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড এর তদন্তে আসামী মাহবুব আহমদ সুমন(৩৬), পিতা-আব্দুন নুর শুভ মিয়া, সাং-ভাদেশ্বর (দক্ষিণভাগ কাচের টিল্লা), এবং আসামী চুনু মিয়া (৪৩), পিতা-মৃত আতাউর রহমান, সাং-ভাদেশ্বর (দক্ষিণভাগ), উভয় থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মাহবুব আহমদ সুমন এর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনসহ মোট ১৩টি মামালা রয়েছে এবং গ্রেফতারকৃত আসামী চুনু মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ মোট ০৫টি মামলা রয়েছে।
জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য হারুনূর রশীদ চৌধুরী বলেন, গ্রেফতাকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।