বড়লেখার সাবেক এবং বর্তমান ৮০জন তারকা ফুটবলারদের মধ্যে ক্রেস্ট এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১১ মে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর অর্থায়নে এবং বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক অনুদান দেয়া হয়।
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: শামীম আল ইমরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক কৃতি ফুটবলার যথাক্রমে শফিক উদ্দিন, ফয়জুর রহমান, আব্দুস সাওার, আব্দুর রহমান, আমির উদ্দিন, ইমদাদুল ইসলাম সজল ও আব্দুল কুদ্দুস ।
স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর বড়লেখা প্রতিনিধি, মাস্টার নাজিম উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কায়সার পারভেজ।
সাবেক তারকা খেলোয়াড়বৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমছ উদ্দিন, আহমদ আলী, আলা উদ্দিন, সমছুল ইসলাম, আব্দুল করিম, সুনাম উদ্দিন, কমর উদ্দিন কালা, রঞ্জু সেন, আন্দুল মুকসিত ছলু, আব্দুল আহাদ সেলিম, আব্বাস উদ্দীন, ফারুক উদ্দিন, কমর উদ্দিন, আরমান আহমদ আমান, আমিনুল ইসলাম, আব্দুল কাদির, আলী আক্কস, কুতুব উদ্দিন, খায়রুল ইসলাম মন্টু, শওকত হোসেন, আজিজুর রহমান কামান্ডার, গোপাল রুহি দাস প্রমুখ।
বর্তমান তারকা খেলোয়াড়বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন – মো: ছালেক উদ্দিন, মো: খালেদ আহমদ,মো: হাসান আহমদ, মো:জনি, মো: জাকির হোসেন, মো: সামির আহমদ,মো: জইন উদ্দিন, মো: মনাফ আহমদ, মো: ছয়েফ উদ্দিন, মো: জাহিদুল ইসলাম, মো: জামিল আহমদ, মো: সামছুল ইসলাম, মো: রাজু আহমদ,মো: দেলোয়ার হোসেন, মো: হেলাল উদ্দিন, মো: আতিকুর রহমান, মো: জিলাল আহমদ,মো: আবদুল হাফিজ, মো: সাইফুর রহমান, মো:সাজু আহমদ, মো: শামীম আহমদ, মো: জুবের আহমদ, মো: জুনেদ আহমদ, মো: অমিত প্রমুখ।
এ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি নতুন এবং পুরাতন খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়।
৮০ থেকে ৯০ দশকে বড়লেখার যারা মৌলভীবাজার, সিলেট এবং ঢাকার মাঠ মাতিয়েছেন তাদেরকে ক্রীড়ামোদিরাএখনও স্মরণ করেন। ১৯৮৭ সালে বিয়ানীবাজার মাঠে বড়লেখা আবাহনী এবং বৈরাগী বাজারের খেলার কথা অনেকেই স্মৃতিচারণ করেন। সে সময়ে বড়লেখার ৬-৭ জন খেলোয়াড় জেলাদলে নিয়মিত খেলতেন। জেলা প্রশাসক গোল্ডকাপ ,শমসের নগর গোল্ডকাপ, কুলাউড়া ও বিয়ানীবাজারের অনেক টুর্নামেন্টে বড়লেখা উপজেলা চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানটির আয়োজন করায় বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর উপদেষ্টাবৃন্দ, কার্যকরী কমিটি এবং সদস্যদের ভূয়সী প্রশংসা করা হয়।
এদিকে আয়োজনটি সফল ভাবে সম্পন্ন করায় বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞত জানিয়েছে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে। তারা বলেছেন, অনুষ্ঠানে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর মাধ্যমে বড়লেখায় খেলোয়াড় তৈরী করার জন্য ফুটবল লীগ আয়োজনের যে প্রস্তাব করা হয়েছে- তা সংগঠনের সকলের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে সিলেট স্পোর্টস নিউজ এর পরিচালক এবং ধারাভাষ্যকার আনোয়ার হোসেনকেও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।