মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক সেবামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ মে, মঙ্গলবার দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় দুইশত পরিবারে ঈদকে সামনে রেখে অর্থ প্রদান করা হয়েছে।
দৌলতপুর গ্রামবাসীর তত্বাবধানে সংগঠনের অনুদান দৌলতপুর, চরিয়া, পকুয়া, কবিরা,ভাগল,কান্দিগ্রামের বাসিন্দাদের হাতে তুলে দেয়া হয়েছে।
ঈদুল ফিতর পূর্ব সময়ে নিডি মানুষ প্রবাসীদের দেয়া অর্থ সহায়তা পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সকলেই জানিয়েছেন করোনাকালীন কর্মহীন সময়ে ,এই সহায়তা তাদের অনেক উপকারে আসবে।
১০ মে, সোমবার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
মাওলানা কমর উদ্দীন বাদশার সঞ্চালনায় প্রবীন ব্যক্তিত্ব হাজী ইলিয়াছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন ব্যক্তিত্ব হাজী আব্দুল আহাদ মানিক,বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন পংকি,হাজী আকবর হোসেন,হাজী আজির উদ্দিন সুনু, এনাম উদ্দিন (এনাই),দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সেক্রেটারী আজাদ আহমদ, হাজী লুৎফর রহমান ,আবুল হোসেন,ফয়জুর রহমান, খছরুজ্জামান, সাংবাদিক কাজি রমিজ উদ্দিন বেলাল আহমদ , আতিকুর রহমান,সুহেল আহমদ,মস্তাক আহমদ শাহেল, তায়েফ আহমদ,আবু সুফিয়ান রুহান,আবু রেদওয়ান, আহমদ প্রমুখ।
শুরুতে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি সহ দেশ বিদেশের সকল মানুষের জন্য করোনা মহামারী থেকে মুক্তি ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কমর উদ্দিন বাদশাহ ।
এছাড়াও অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়।
প্রসঙ্গত নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি নিজ অঞ্চলের সামাজিক ও মানবিক বিভিন্ন সেবা ও অনুপ্রেরণামূলক কাজ করে আসছে। এরই অংশ হিসাবে ঈদ উপলক্ষে সংগঠনটি প্রতিবছর ধারাবাহিকভাবে নিডি মানুষদের বিভিন্ন সহায়তা করে আসছে।