পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের অটল সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবার সল্প পরিসরে মুন্সীগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রবিবার রোমের তরপিনাত্তারা বাংলা অধ্যুষিত এলাকা মসজিদে উম্মাহতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুরুতেই ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত ও রমজানের তাৎপর্য বর্ননা করে এবং দেশে ও প্রবাসে করোনায় আক্রান্ত মৃত সকলের সুস্থতা ও মাগফেরাত কামনা করে মুসলিম উম্মাহর সুখ, শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে উম্মাহ ইমাম মুফতি রহমতুল্লাহ।
মুন্সীগঞ্জ জেলা সমিতি ইতালি সভাপতি হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাবেদ বেপারীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালি সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু সহ রোমের আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।