নিজ অঞ্চলের আর্তমানবতার সেবার লক্ষ্যে যুক্তরাজ্যে বড়লেখা উপজেলার চান্দগ্রাম প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ২০০৩ সাল থেকে নানা সেবামূলক কাজ করে আসছে।
এর মধ্যে অন্যতম ধারাবাহিক মানবিক কাজ হচ্ছে প্রতি রমজানে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান।
গত ৯ এপ্রিল রবিবার সংগঠনটি চান্দগ্রাম আবদে বারী হাফিজিয়া মাদ্রাসার ২০ জন ইমাম ও মোয়াজ্জিনকে নগদ ১ হাজার টাকা প্রদান করেছে। এছাড়াও একই সময়ে গ্রামের অস্বচ্ছল ১৫ জন প্রবীনকে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
পাশাপাশি অত্র মাদ্রাসার ৩০ জন ছাত্রকে নগদ ৫০০ টাকা , ঈদ পোষাক ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।
মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ শাখার সভাপতি নজরুল ইসলাম মাষ্টার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: ময়নুল হক মাষ্টার।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক হাফেজ সাজ্জাদুর রহমান, সাবেক মেম্বার মাহফুজুল করিম, চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট এর বাংলাদেশ শাখার সাবেক সভাপতি মাষ্টার সাবলু মিয়া, আব্দুল জলিল, নাজিম উদ্দিন, রেদওয়ানুল ফয়েজ, ইসতিয়াক আহমেদ ও আব্দুল বাকি প্রমুখ।
বক্তারা চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট্রের উদ্যোগে এ অনুদান দেয়ায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং প্রকৃত অসহায় প্রবীনদের সহায়তা সত্যিকার অর্থে মানুষের কাজে লাগবে। এবং এ থেকে সমাজও সরাসরি উপকৃত হবে।কারণ ইমান এবং শিক্ষার্থীরা আমাদের আলোকিত সমাজের দর্পন।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিজানুর রহমান ও নাতে রাসুল পাঠ করেন আবু রহমান।
পরে করোনা মহামারী থেকে নিজ অঞ্চল সহ দেশ বিদেশের সকল মানুষের মুক্তি এবং এপর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরকালীন শান্তি কামনা করে দোয়া করা হয়।