বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক এম সিন উদ্দিন আহাদ আর নেই। তিনি ২৭ রমজান দুপুর সোয়া দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যাণ্ডের নর্থসয়োর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে সাংবাদিক এম সিন উদ্দিন আহাদের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মা-বাবা, ভাই-বোন, স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক এম সিন আহাদ এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠালগ্ন থেকে সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র গমনের আগমুহূর্ত পর্যন্ত দৈনিক মানবকণ্ঠ ও সবুজ সিলেট পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক এম সিন উদ্দিনের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের বাসিন্দা, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল খালিক লালুর ছেলে। তিনি ২০১৬ সালে ৮ নভেম্বর স্বপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর থেকেই তিনি পরিবারের সাথে নিউইর্য়কে বসবাস করতেন। গত বছরের ২১ অক্টোবর হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা লংআইল্যাণ্ডের নর্থসয়োর ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর শরীরে বিরল এক প্রকার এ্যালার্জি ধরা পড়ে। এরপর দীর্ঘ প্রায় সাড়ে ছয় মাস ধরে তিনি নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলাটিভি পরিবার এম সিন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ।