বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল  » «   কানাডা যাত্রায়  ইমিগ্রেশন বিড়ম্বনা এড়াতে সচেতন হোন  » «   ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত  » «   যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের অনুদান  » «   বড়লেখায় পাহাড়ি রাস্তা সম্প্রসারণে বেরিয়ে এলো শিলাখণ্ড  » «   মাইল এন্ড পার্কে ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন  » «   গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন  » «   যুক্তরাজ্যবাসি  সাংবা‌দিক সাইদুল ইসলামের পিতা আব্দুল ওয়াহিদের ইন্তেকাল  » «   ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি‘র নতুন কার্যকরী কমিটির অভিষেক  » «   রোটারিয়ান মোহাম্মদ খতিবুর রহমান বার্লিন যাচ্ছেন  » «   টাওয়ার হ্যামলেটসের নতুন বাজেটে হাউজিং, শিক্ষা, অপরাধ দমন, তরুণ, বয়স্ক ও মহিলাদের জন্য বিশেষ কর্মসূচিতে বিপুল বিনিয়োগ প্রস্তাব  » «   আজীবন সম্মাননা পেলেন সৈয়দ আফসার উদ্দিন এমবিই  » «   লন্ডন বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   লন্ডনবাসী প্রবীণ মুরব্বী জমির উদ্দিন( টেনাই মিয়া)র ইন্তেকাল  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

কলমাকান্দায় ডিলার আছে, টিসিবি’র পণ্য পাচ্ছে না ভোক্তারা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার থাকলেও চলতি রমজান মাসে পণ্য মেলেনি এই উপজেলাবাসীদের কাছে। পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরবাসীরা প্রতি সপ্তাহে একদিন কম দামে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারলেও কলমাকান্দাবাসীরা পণ্য ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে এই উপজেলার নিম্ন ও মধ্যম আয়ের লোকজনের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও হতাশা। স্থানীয়রা সন্দেহ করছেন ডিলার পণ্য তুলে বাইরে বিক্রি করে ফেলেছেন।

রমজান মাস উপলক্ষে সারাদেশের মতো নেত্রকোনা জেলাতে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাকে পণ্য বিক্রির সময় বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে লক্ষ্য করা গেছে। টিসিবি’র পক্ষ থেকে রমজান উপলক্ষে ১ এপ্রিল থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় এবং যা আগামী ৬ মে পর্যন্ত চলমান রাখার ঘোষণাও দেয়া হয়।

তবে বুধবার (৫ মে) পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রি করতে কোন গাড়ি কলমাকান্দাতে আসেনি স্থানীয়রা এরকম তথ্য জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায় কলমাকান্দায় ‘প্রাচুর্য এন্টারপ্রাইজ’ নামে টিসিবি’র ডিলার রয়েছে। এর স্বত্ত্বাধিকারী অমর দাস। তিনি উপজেলার পাগলা বাজার এলাকার বাসিন্দা, থাকেন নেত্রকোনা শহরে।

এবিষয়ে কলমাকান্দা প্রেসক্লাবের সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু জানান, ‘বারবার ডিলারকে তাগিদ দেয়ার পরেও এই রমজানে টিসিবি’র পণ্য নিয়ে কোন গাড়ি উপজেলাতে আসেনি। সন্দেহ করছি ডিলার পণ্য তুলে বাইরে বিক্রি করে ফেলেছেন। এনিয়ে ইউএনওকে বিষয়টি অবগত করলে তিনি আমাকে জানান ডিলারের বিরুদ্ধে উর্ধ্বতনকে জানিয়েছেন। কিন্তু রমজানে এখন পর্যন্ত টিসিবি’র পণ্য কলমাকান্দায় বিক্রি পরিলক্ষিত হয়নি।’

টিসিবি’র দুর্গাপুরের ডিলার হানিফ মিয়ার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, ‘দুর্গাপুর উপজেলায় গত রবিবার পণ্য বিক্রি করেছি। সপ্তাহে একদিন ওখানে গাড়িতে করে বিক্রি করা হয়েছে।’

এ বিষয়ে কলমাকান্দার ডিলার অমর দাস সাংবাদিকদের জানান, ‘আগে ২০ টনের বেশি বরাদ্দ ছিল গুদামে এনে পণ্য বিক্রি করতাম। টিসিবি এখন পণ্য বিক্রিতে ট্রাক ছাড়া বরাদ্দ দেয় না। আর কলমাকান্দার জন্য বরাদ্দ দেড় থেকে দুই টন। যা ট্রাক ভাড়া করে উপজেলাতে এনে পোষানো যায় না। তিনদিনের বরাদ্দ একদিন দিলে পোষানো যেত। তাই পণ্যের জন্য চালান জমা দেইনি। এতে ডিলারশীপ থাকা বা না থাকা কর্তৃপক্ষে ইচ্ছা।’

এনিয়ে কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা সাংবাদিকদের জানান, ‘টিসিবির পণ্য উপজেলাবাসী পেলে কম খরচে কেনার সুবিধা পেত। ডিলারের সাথে কথাও বলেছি পণ্য উপজেলাতে এনে বিক্রির করার জন্য। ডিলার আমাকে জানিয়েছে এক সপ্তাহের পণ্য একসাথে দিলে পরিবহন খরচ পোষানো যায়। ডিলারের পণ্য না আনার বিষয়টি উর্ধ্বতনকে লিখিতভাবে জানিয়েছি। এখন কর্তপক্ষ যা বিবেচনা করে।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানকে অবগত করা হলে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন