বিয়ানীবাজার উপজেলার প্রবীন শিক্ষক ,বর্তমানে নিদনপুর-সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব অসুস্থ। তিনি সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকদিন থেকে অসুস্থ হলেও বর্তমানে ফুসফুসে প্রদাহ জনিত কারণে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রবীন এই শিক্ষকের আশু রোগমুক্তির কামরায় দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার শিক্ষার্থী,স্বজন ও শুভার্থীদের কাছে দোয়া কামনা করেছেন যুক্তরাজ্যবাসী তার ছেলে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রবিন।
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট সাজেন্ট ,বিশিষ্ট কমিউনিটি সংগঠক আব্দুর রবের বাড়ী বিয়ানীবাজার উপজেলার জলঢুপ ( পাঠুলী) গ্রামে।তিনি জলঢুপ দ্বি -পাক্ষিক উচ্চ বিদ্যালয়, মাথিউরা উচ্চ বিদ্যালয়, ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও পিএইজি হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন।
যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী জলঢুপ প্রবাসীদের সামাজিক সেবামূলক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গ্রামের প্রবীন শিক্ষাবিদ ও ট্রাস্ট্রের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রবিনের পিতার আশু রোগমুক্তির জন্য দেশে-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন।