মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের এক অসহায় মানসিক প্রতিবন্ধী ইউসুফ আলী নানা জটিল রোগ নিয়ে দীর্ঘদিন থেকে সিলেটের শাহজালাল মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কিন্তু অর্থ সংকটের দরুণ তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি বড়লেখা ফাউন্ডেশন ইউকে বরাবরে উপস্থাপন করেন ইউসুফ আলীর ছোট ভাই এম এ রহিম রানা।
তার মানবিক আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসে বড়লেখা প্রবাসীদের সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে।
২৮ এপ্রিল বুধবার রাতে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র পক্ষে একটি প্রতিনিধি দল সিলেটে অনুদানটি তুলে দেন ইউসুফ আলীর সহোদর এম এ রহিম রানার হাতে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট টিভি গেইট মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন খাঁন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো চিফ সাংবাদিক ইকবাল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী বড়লেখা সমিতি সিলেট’র উপদেষ্টা ও বড়লেখা ফাউন্ডেশন ইউকের দাতা সদস্য আব্দুর রহমান শাহীন, বড়লেখা সমিতি সিলেটের সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী উসমান গণি, সাংবাদিক জুলফিকার তাজুল ও মাসুদ আহমদ রনি।
অসুস্থ ইউসুফ আলীর পরিবারের পক্ষ থেকে তার সহোদর এম এ রহিম রানা বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগ ও সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।