‘বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রীস’ মানবিক, জনকল্যাণমূখী ও সমাজসেবামূলক কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। সংগঠনটির নীতিমালায় যুক্ত হল বেশ কিছু সামাজিক ও মানবিক কাজ, যা ইহলৌকিক ও পারলৌকিক উভয় জগতের জন্যই উত্তম কর্ম বলে বিবেচিত।
সংগঠনটির কার্যালয় নেয়ার পাশাপাশি, তারা এখানে একটি মুসলিম বাংলাদেশী কবরস্থান কেনার কথা ভাবছে। মৃত গ্রীস প্রবাসীদের লাশ দেশে প্রেরণের জন্য ৩০০ ইউরো অনুদান দেয়ার সিদ্ধান্ত হয়েছে কার্যকরী পরিষদের বৈঠকে। সমাজের জন্য, মানবিক কাজের জন্য, ধর্মীয় কাজের জন্য তারা সব সময়ই গ্রীস প্রবাসীদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মালিকরা যেন শ্রমিকদের পাওনা টাকা বা বেতন ভাতা ঠিকমত পরিশোধ করে সে বিষয়টিও তারা দেখবেন ।