নেত্রকোণার কলমাকান্দায় গত কয়েক দিন আগে তপ্ত হাওয়ায় ক্ষেতে ধানের শীষ সাদা হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার কলমাকান্দা উপজেলায় ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বয়ে যাওয়া ঝাড়ো হওয়া ও শীলা বৃষ্টিতে প্রায় দুই শতাধিক ঘরের টিনের চাল ফুটো ও প্রায় এক হাজার চারশত হেক্টর ক্ষেতের ধান ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার ৮টির ইউনিয়নের মধ্যে পোগলা ইউনিয়নের প্রায় সাতশত হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার ক্ষতিগ্রস্থ পোগলা ইউনিয়নের ফসলের মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরন বাবদ প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও নগদ অর্থ প্রদানের আশ্বাস দেন। বিস্তারিত দেখুন ৫২বাংলা নেত্রকোণা সীমান্ত অঞ্চল প্রতিনিধি শেখ শামীম। কণ্ঠ : আমিরুল ইসলাম সুমন —