করোনার তৃতীয় ধাপ মোকাবেলায় হবিগঞ্জ বানিয়াচংয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে।
এসময় করোনার সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে মাস্কও বিতরণ করা হয়।
আজ( ৫ এপ্রিল) সকাল থেকে বানিয়াচং উপজেলা প্রশাসন করোনা সংক্রমণের তৃতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বড়বাজার, গানিংগঞ্জ বাজার, আদর্শ বাজার, ৫/৬নং বাজার সহ বানিয়াচংয়ের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক পরিধানের জন্য ভ্রাম্যমাণ আদালতের পদক্ষেপ গ্রহণ করেন।
এসময় করোনা হতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, করোনা মোকাবেলায় সকল ধরণের প্রদক্ষেপ অব্যহতা থাকবে।
মানুষ মাস্ক পরিধানে অবহেলা করছে। আজকে মাস্ক পরিধান ও জনসচেতনতার লক্ষ্যে বাজারে বাজারে স্বাস্থ্যসেবা ও সরকারের বিধিনিষেধ সম্পর্কে প্রচার করেছি। স্বাস্থ্যবিধি না মানলে কাওকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে জেল জরিমানা করা হবে।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বানিয়ায়াচং থানা পুলিশ, সাংবাদিক সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।