ব্রিটেনের প্রিন্স ডায়ানা- গোটা বিশ্বে, অগণন মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় জায়গা করে নেয়া এক কীনবদন্তীর নাম।
১৯৯৭ সালের ৩১শে আগস্ট প্যারিসের রিৎজ হোটেলে রাতের খাবার খেয়ে – প্যারিসের ’পন্ট – ডি আলমা রোড’ টানেল পার হওয়ার সময়, তার বন্ধু দোদী ফায়েদ ও গাড়ি চালক সহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হন।
প্রিন্সেস ডায়ানা ফ্রান্সের –‘পিটি সালপিত্রও হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অকালে চলে যাওয়া প্রিন্সেস ডায়নার প্রতি সম্মান জানিয়ে ফরাসি সরকার টানেলের উপর স্থাপন করেছে স্মৃতিস্তম্ভ । এটিকে অবিচ্ছেদ্য ভালোবাসা, বিশ্বাস ও প্রেরেণার চিহ্ন হিসাবেই দেখা হয়। বিস্তারিত দেখুন তাইজুল ফয়েজ এর প্রতিবেদনে। কণ্ঠ : রেজওয়ানা আহমেদ-