শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «  

হরতালে যুবদল কর্মীদের মিছিল :পুলিশের টিয়ার সেল নিক্ষেপ



হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোলাপগঞ্জে (সিলেট) পালিত হয়েছে। তবে সকাল থেকেই হেফাজতের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।

এদিকে রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছে হেফাজত কর্মীরা। তারা উপজেলার গোলাপগঞ্জ বাজার চৌমুহনী, বৈটিকরবাজার, হেতিমগঞ্জ, কদমগাছেরতল, রানাপিং, ঢাকাদক্ষিণ বাইপাস, ঢাকাদক্ষিণ বাজারসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয় হেফাজত কর্মীরা। অনেক স্থানে হেফাজতের পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের একাধিক কর্মীকেও পিকেটিং করতে দেখা গেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা ইকবাল আহমদ বলেন, আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করছি। সবাইকে বলে দেওয়া হয়েছে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয়।

অন্যদিকে গোলাপগঞ্জে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ হরতাল শেষে পুলিশ এবং হেফাজতের কর্মীরা যার যার অবস্থানে ফিরে গেলে হঠাৎ করে বিএনপির যুবদলের কতিপয় নেতা-কর্মী সমর্থকরা মিছিল বের করে এবং এক পর্যায়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তখন পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৪/৫রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, যুবদলের কর্মী-সমর্থকরা নাশকতার চেষ্ঠা করায় পুলিশ ৪/৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে মিছিল কারীদের ছত্র-ভঙ্গ করে দেয়। এছাড়া সকল ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন