ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করেছে বাংলাদেশ ছাত্রলীগ,ইতালি শাখা। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় ২৫শে মার্চ জাতিসংঘের মহাসচিব বরাবর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইতালি মিলানে স্মারকলিপি প্রদান করা হয়। ইতালি,মিলান কনস্যুলেট জেনারেল ইকবাল আহমদ আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমদ রাজু সহ ইতালি ছাত্রলীগ নেতা সায়েখ আহমেদ সাজু, রিপন আহমদ।
স্মারকলিপির প্রয়োজনীয়তা সম্পর্কে ইতালি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমদ রাজু বলেন, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ও পাকিস্তানের নি:শর্ত ক্ষমা চাইতে জাতিসংঘ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।