স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গনহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবী জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে স্মারকলিপি দিয়েছে বিশ্বব্যাপী প্রবাসীদের অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের ৫০ টি দেশের পাকিস্তান দূতাবাসে এ স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে ১৯৭১ সালে বাংলাদেশের নিরীহ, নিরস্ত্র জনগণের উপর নারকীয় হত্যা ও বর্বরতার কথা তুলে ধরে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। ২২ মার্চ সোমবার, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি কবির হোসাইন ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার সাক্ষরিত স্মারকলিপি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, গ্রীস, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, ইরাক, ভারত সহ বিশ্বের ৫০ টি দেশের পাকিস্তান দূতাবাসে পাঠানো হয়।
স্মারকলিপিতে আরো বলা হয়, ইমরান খান ২০১১ সালে বিরোধীদলীয় নেতা থাকাকালে এক সাক্ষাতকারে বলেছিলেন,তিনি মনে করেন ৭১ এর বর্বরতার ঘটনায় পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। এখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তান বাংলাদেশের কাছে আনুষ্টানিকভাবে ক্ষমা চাওয়ার দাবিতে সুবর্ণজয়ন্তীর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে এ কর্মসুচী নেয়া হয়।