বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ঈদে টানা ৯ দিনের ছুটিতে দেশ  » «   সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই  » «   ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান  » «   জাতীয় পার্টির ইফতারে হামলা: দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এই সরকার দ্রুত বিদায় নিলেই মঙ্গল: জি এম কাদের  » «   আবার ‘জিয়া উদ্যান’ হলো ‘চন্দ্রিমা উদ্যান’  » «   বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধে বাবার নাম ‘চান না’ সিলেটের আতাউর  » «   মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন  » «   রাজধানীতেই আরেকটি বিশ্ববিদ্যালয়! অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’  » «   আরসা প্রধান জুনুনিকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের  » «   হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা  » «   দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন  » «   বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড  » «   রেমিটেন্সের নামে এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা!  » «   সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’  » «   এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই  » «  

বিশিষ্ট ক্যাটারার্স আবদুল কাদির এর মৃত্যুতে বিসিএ’র সারে রিজওনের দোয়া ও আলোচনা অনুষ্ঠিত  



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ’র সারে রিজওনের উদ্যোগে  বিশিষ্ট ক্যাটারার্স, বিসিএ’র প্রবীন সদস্য ও  কমিউনিটি নেতা  আবদুল কাদির এর মৃত্যুতে  এক   দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১মার্চ রবিবার বিসিএ’র সারে রিজওনের প্রেসিডেন্ট শাহ এ মালিক  আজাদ এর সভাপতিত্বে ও সংগঠনের   সেক্রেটারী  সৈয়দ হাসান আহমেদ ও অর্গানাইজিং সেক্রেটারী ইয়ামীম দিদার এর যৌথ পরিচালনায়  ভার্চুয়াল মাধ্যম জুম এ সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।

প্রথম পর্বে  দোয়া পরিচালনা করেন সারে মুসলিম সেন্টোরের ইমাম   মৌলানা মো. আব্দুর রব।দোয়ায় বিশিষ্ট ক্যাটারার্স ও বিসিএ’র প্রবীন সদস্য মরহুম  আবদুল কাদির এর পরকালীন শান্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়াও  সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত এনামুল হক চৌধুরী, সারের মুসলিম সেন্টারের ট্রাস্টি ও প্রবীন ব্যক্তিত্ব শফিকুর রহমান,রুমা চৌধুরী ও মিনু আহমেদ  সহ  দেশ-বিদেশে  মানুষের সুস্থতা,আক্রান্তদের রোগ মুক্তি, মৃত্যুবরণকারীদের আত্নার পরকালীন শান্তি এবং করোনা মহামারি মুক্ত একটি শান্তি ও মানবিক কল্যাণময় বিশ্বের জন্য দোয়া করা হয়।

দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নেন বিসিএ’র  সাবেক  প্রেসিডেন্ট মাহমুদুর রশীদ ও মোস্তফা কামাল ইয়াকুব, বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে জামাল উদ্দিন মকদ্দস, ওলী খান এমবিই ও মুজাহিদ আলী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল খালিক চৌধুরী।

আলোচনায় আরও অংশ নেন টাওয়ার হ্যামলেটস স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, বিসিএ ‘র প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, ডেপুটি সেক্রেটারী  মুজিবুর রহমান ঝুনু,বিসিএ’র এনইসি মেম্বার যথাক্রমে ওয়াহিদুর রহমান বুলু, আমিনুর রশীদ সেলিম, সুয়েব কামালী, শামীম আহমেদ, মজলী ইসলামিক সেন্টারের সাবেক সেক্রেটারী  এনায়েত খান, সিরাজুল ইসলাম,  মনাফ মিয়া ও জামাল খান।

মরহুম আব্দুল কাদিরের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর ছেলে ডা: মো. ফজলুল কাদির ও  ছোট ভাই সজ্জাদুর রহমান ।

বক্তারা বলেন, বিশিষ্ট ক্যাটারার্স মরহুম আব্দুল কাদির বিসিএর একজন নিবেদিত প্রাণ সদস্য ছিলেন। একজন সফল ক্যাটারার্স হিসাবে  তিনি কমিউনিটিতে অনেক সেবামূলক কাজ করেছেন। বিসিএ  তার পরকালীন শান্তি ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

আলোচনায় বক্তারা  বিসিএ’র সকল নেতৃবৃন্দ সহ  প্রতিষ্ঠানের সকলের  করোনা ভ্যাকসিন নেয়ার প্রতি গুরুত্ব আলোপ করে বলেন, কমিউনিটির সকল স্তরে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনা ভ্যাকসিন প্রয়োগ নিশ্চিত করা জরুরী।

এছাড়াও ভার্চয়াল সভায় অংশগ্রহন করেন- বিসিএ’র নেতৃবৃন্দ যথাক্রমে সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই,চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, কাউন্সিলার পারভেজ আহমেদ, কাউন্সিলার জাহাঙ্গির হক,  জালালাবাদ এসোসিশেনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, মজলী ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট সৈয়দ আমিরুল ইসলাম, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান খান, বিসিএ’র অর্গানাইজিং সাইফুল আলম,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহেরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আবিদুর রহমান বাবুল ও ফিরুজুল হক,আব্দুল গণি, ফায়জুল হক,  মো. নাসির উদ্দিন, সৈয়দ জয়নু, জায়েদ আলী খুশনু, আলতাফুর রহমান শাহিন,আব্দুল হক, মেহেরুল ইসলাম,আবজল হোসেন, শামসুল আলম খান শাহীন, মাসুক মিয়া,আতাউর রহমান লায়েক ও হেলাল মালিক।

দোয়া ও আলোচনায়  আরও অংশগ্রহন করেন নোমান জামান, এমরান চৌধুরী, মৌলানা মাহবুবুর রহমান, আব্দুল হান্নান,মাসুম হক, আক্তারুজ্জামান, আকমল গণি, আব্দুল আহাদ, জসীম চৌধুরী, আব্দুর রাজ্জাক, হারুন মিয়া, নুরুল হক, তৌহিদ হোসেন,আব্দুল সাদিক,রহিম মিয়া, এম এ বাছিত,মোহাম্মদ রউফ,জয়নাল আবেদিন, তাজ কোরেশী, ইশফাক চৌধুরী জাকি, আসিফ ইকবাল, মুহিব চৌধুরী, আলী বাবর চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী,আদনান, নুরুল হক,  সুলেমান আহমেদ  ও সুলেমান মিয়া  সহ অনেকে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন