জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে যুবলীগ স্পেন শাখা। ১৮ মার্চ স্থানীয় সময় রাত ৯ টায় মাদ্রিদের একটি রেস্টুরেন্টে, স্পেন যুবলীগ এর আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল আলম সোহাগের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মো: দুলাল সাফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: ফয়জুর রহমান বড় ভাই, স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: কাদির ডালি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,স্পেন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো: রাজা মিয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রফিক খান,স্পেন আওয়ামীলীগ নেতা শিপন আহমেদ।
কোভিড মহামারির কারনে স্পেন সরকারের বিধিনিষেধ থাকায় খুব সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেননি, সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত স্বাধীনতাকামী মানুষের মুক্তি সংগ্রামেও অনুপ্রেরণা যুগিয়েছেন।