ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি বার্সেলোনার উদ্যোগে সিলেট ৩ আসনের সংসদ সদস্য সদ্য প্রয়াত আলহাজ্ব মাহমুদ সামাদ চৌধুরী কয়েসের পরকালীন শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৮ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব বার্সেলোনার স্থানীয় শাহজালাল জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সিনিয়র নেতা ও জালালাবাদ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মো: কামরুজ্জামান কামরুল, জসিম উদ্দিন, শাহ রবিউল হুসাইন,মুজিবুল ইসলাম জুমন,কামরুল ইসলাম,সাইফুল ইসলাম, আবুল হাসনাত প্রমুখ।
এছাড়াও উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বার্সেলোনার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মাহফিলে বিশেষভাবে ফেঞ্চুগঞ্জ এর অন্যতম সাংগঠনিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনা করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বার্সেলোনা শাহজালাল জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হুসেন।
মাহফিলে মাহমুদ সামাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।