গোলাপগঞ্জে (সিলেট) যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্বা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ পৌরসভা গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোলাপগঞ্জ প্রেসক্লাব, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিস, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।