খুলনার ডুমুরিয়ার শাহাপুর বাজারে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৩ মার্চ) সকালে মরহুম জননেতা গাজী আব্দুল হাদী স্মরণে রক্তের বন্ধন নামীয় স্বেচ্ছাসেবি সংগঠনের উদ্যেগে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম,পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নর্দার্ণ. ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বিশ্বাস আক্তার হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ এবিএম দীন মোহাম্মদ খোকা, মরহুম গাজী আব্দুল হাদীর মেয়ে ডাঃ হাবিবা জাহান কাকন, ইউপি চেয়ারম্যান খান সাকুর উদ্দীন, আওয়ামী লীগ নেতা গাজী তৌহিদ, মেজবাউল আলম টুটুলসহ স্থানীয় নেতৃবৃৃন্দ।
ক্যাম্পেইনের সমন্বয়কের দায়ীত্বে ছিলেন ছাত্রনেতা আক্তারুল আলম সুমন। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখছেন।