ঈদে মেরাজ শরীফ উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন,গ্রীস শাখার উদ্যোগে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সর্ব ইউরোপের সভাপতি ডক্টর আল্লামা প্রফেসর কাউসার আমিনএর সভাপতিত্বে এবং জসিম আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল ইসলাম রাহাদ, গ্রিস শাখার আহ্বায়ক নিরব আহমেদ,শাহিন শাহজাদ, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, রাকিন সানি, রাকিব হোসাইন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশ্ব সুন্নি আন্দোলন এর প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমার দিক নির্দেশনায় বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ মহামিলন মানবজ্ঞানের অতীত অচিন্তনীয় এ প্রত্যক্ষ দর্শন সকল সৃষ্টি ও সমগ্র মানবমন্ডলী এবং বিশেষভাবে সকল মুমিনের জন্য অসীম রহমত, অবর্ণনীয় দান, অতুলনীয় গৌরব, অনন্ত খুশি ও সর্বোচ্চ শোকরিয়ার বিষয়। তাঁরা বলেন, প্রাণাধিক প্রিয়নবীর এ প্রত্যক্ষ সাক্ষাত আমাদের সবারই পরোক্ষ সাক্ষাত এবং আমরা মুমিনগণ ও সমগ্র সৃষ্টি সবাই এ মহান মেরাজ শরীফে জড়িত এবং মহান মেরাজ শরীফের রহমত, বরকত ও আলোকধারায় যুক্ত।
এ আলোচনায় মেরাজুন্নবীর এই মহান দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করার আহ্বান জানানো হয় বাংলাদেশ সরকারের প্রতি।