২০২০ সালের জানুয়ারিতে ব্রিটিশ রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া হ্যারি ও মেগান দম্পতির সাক্ষাৎকারে তোলপাড় চারদিক। ৭ মার্চ যুক্তরাষ্ট্রের সিবিএস টিভিতে ‘অপরাহ উইথ মেগান অ্যান্ড হ্যারি: এ সিবিএস প্রাইমটাইম স্পেশাল’ শিরোনামের বিশেষ সাক্ষাৎকারটি প্রচার করা হয়। বিখ্যাত গণমাধ্যম সিবিএস এর আগাম ঘোষনায় অগণিত ভক্ত, অনুরাগী এবং দর্শক নতুন বছরের এখন পর্যন্ত, সবচেয়ে আলোচিত সাক্ষাৎকারটি দেখেছেন। এবং হ্যারি ও মেগান দম্পতির সাক্ষাৎকার নিয়ে সময় সময় দেখছেন বিশ্বগণমাধ্যমের নানা বিশ্লেশনও।
রাজপরিবারের দায়িত্ব ছাড়ার পরিকল্পনার কথা ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত এটিই মেগানের দেওয়া প্রথম সাক্ষাৎকার। বিস্তারিত আনোয়ারুল ইলাম অভির প্রতিবেদনে। কণ্ঠ: রেজওয়ানা আহমেদ