সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত আনুমানিক ২ ঘঠিকার সময় এ অগ্নিকাণ্ড ঘটে। সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ছয়জনের মধ্যে মিজান ও আরাফাত নামের দুই ভাই রয়েছেন। তাঁরা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বিরপাড়া এলাকার সুলতান আহমদের ছেলে বলে জানা গেছে। এছাড়া নিহত ছয়জনের মাঝে ৩ জন হলেন মহেশখালির ।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা সৌদি আরব (শ্রম কল্যাণ উইং)এর কাউন্সেলর (শ্রম) মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত পত্রের সুত্রে জানা যায় নিহত ৩ জন হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গার ওর্য়াডের ডেইম্বনী গ্রামের।
নিহতরা হলেন , কবির আহাম্মদের পুত্র আবদুল আজিজ, জালাল আহাম্মদের পুত্র মোঃ ইসহাক ও আব্দুল গফুরের পুত্র মোঃ রফিক মিয়া।
এদিকে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানাতে পারেনি স্থানীয় পুলিশ। অন্য ব্যক্তির মরদেহ শনাক্তে সার্বক্ষণিক কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।