শনিবার, ২ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «   লন্ডনে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানী ও মিলন মেলা  » «   কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   লন্ডনে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান, দেড়শত হাজার পাউন্ডের বেশি সংগ্রহ  » «   লন্ডনে পেশাজীবীদের সেমিনারে বক্তারা : দেড় কোটি প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ পূনর্গঠনে ভূমিকা রাখতে চায়  » «   মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এম সি এ) এর সদস্য সম্মেলন সম্পন্ন  » «   সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

কলমাকান্দায় ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনের প্রতীক বরাদ্দ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আগামী  শুক্রবার (১৯ ফেব্ররুয়ারি) অনুষ্ঠিতব্য কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এনির্বাচনে ৪টি পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (০৮ ফেব্ররুয়ারি) দুপুর ১২ টা থেকে ২ টার মধ্যে কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে দুপুর থেকেই প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে হাজির হয়েছেন ওই কার্যালয়ে।

সভাপতি পদে – হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফা (ছাতা) ও কাজল দে সরকার (আনারস) সাধারন সম্পাদক পদে – হাজী মো.রুস্তম আলী (মোটরসাইকেল) ও মো. আসাদুজ্জামান এরশাদ (মোমবতি) এবং মো. শাহবাজ মিয়া (তালা), ক্যাশিয়ার পদে- ডা. প্রণব সরকার (হারিকেন) ও মো. মোস্তাফিজুর রহমান নুরু (হরিণ), সাংগঠনিক সম্পাদক পদে – মো. জাফর আহমেদ (মাছ) ও সুজিত সাহা (চশমা) এবং চঞ্চল কান্তি রায় (বাইসাইকেল) প্রতীক দেওয়া হয়।

সোমবার (০৮ ফেব্ররুয়ারি) থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো প্রার্থীদের প্রচারণা।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কেশব কুমার বনিক বলেন, আসন্ন এ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি । নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে । নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উক্ত নির্বাচনের প্রতীক বরাদ্দকালে ওই নির্বাচনী কমিটির সদস্য মো. দুলাল মীর, মো. সেলিম রেজা, বাবু যাদব সরকার ও মো. সুমন খান, নির্বাচনী পর্যবেক্ষক হাজী জয়নাল আবেদীন, বিজয় তালুকদার ও সুব্রত দাস উপস্থিত ছিলেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন