মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ইতালীতে ইমিগ্রেশন ও আইনি সহায়তার জন্য সেবা প্রতিষ্টানের উদ্বোধন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

প্রবাসীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য এবং প্রবাসী বাংলাদেশি যারা ইতালিয়ান ভাষা সংক্রান্ত জটিলতার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের সকলের কথা চিন্তা করে, প্রবাসী বাংলাদেশি সহ ভিন্ন দেশি মানুষের ইমিগ্রেশন সেবা প্রদানের লক্ষে রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকায় তরপিনাত্তারায় Via eratostene, 38 তে AT UNIVERSAL BUSINESS IDEAS @UBI CAF & Patronato and CSN তরপিনাত্তারা ৬৪নং শাখা শনিবার দুপুর ১২ ঘটিকায় সত্বধিকারী খন্দকার আল আমিন ও তানজিলা আরা তন্নি’র পরিচালনায় শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে প্রতিষ্ঠানের সত্বধিকারী খন্দকার আল আমিন ও তানজিলা আরা তন্নি’র আমন্ত্রণে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা শুরুতেই লাল ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিসের যাত্রা শুরু করেন।

এ সময় কাফ অফিসের সত্বধিকারী খন্দকার আল আমিন বলেনঃ আমাদের এই কাফের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান AT UNIVERSAL BUSINESS IDEAS @UBI CAF & Patronato. তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে আইনগত কোনো ধারণাও নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। আর এ সমস্যার দূর করতে @UBI CAF & Patronato ও Csn Caf সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি @UBI CAF & Patronato ও Csn তরপিনাত্তারা শাখার পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন। এ ছাড়াও বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরন, সুলভ মূল্যে এয়ার টিকেট, বিকাশ সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CSN CAF প্রেসিডেন্ট পলাশ হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর শরফরাজ দিন, @UBI CAF & Patronato ম্যানেজিং ডিরেক্টর আলম হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ্, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোহাম্মদ, সুন্দরবন কার্গো ও বিডি ফ্লাইয়ের সত্বধিকারী ডাঃ মসিউর রহমান, পি সি পয়েন্টের সত্বধিকারী নিবাস চক্রবর্তী, আই ট্রান্সফার কোম্পানি সেলস রি প্রেজেন্টেটিভ মোঃ জাকারিয়া, প্লাসিড সেলস এজেন্ট কন্ট্রোল ম্যানেজার মোঃ সফিকুর রহমান, পপুলার ট্রাভেলস তরপিনাত্তারা শাখা টিকেটিং ও রিজারভেসন কনসালটেন্ট মারুফ আহমেদ সহআরো অনেকেই।

উক্ত অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন